ব্রাহ্মণবাড়িয়াকে সূর্যমূখী চাষের স্বর্গভূমি হিসেবে স্বপ্ন দেখছেন কৃষকরা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলায় সূর্যমূখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সম্প্রতি জেলায় সূর্যমূখী চাষের সম্ভাবনা নিয়ে একটি গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, জেলায় সূর্যমূখী চাষের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও আবহাওয়া সূর্যমূখী চাষের জন্য উপযোগী। জেলায় বছরে গড় বৃষ্টিপাত ৭৮০ মিলিমিটার। এছাড়াও, জেলায় দীর্ঘ সময় ধরে রোদ থাকে। এই সব কারণে সূর্যমূখী চাষে ভালো ফলন পাওয়া সম্ভব। গবেষণায় আরও দেখা গেছে, একর প্রতি সূর্যমূখী চাষ থেকে গড়ে ১ দশমিক ৫ টন ফলন পাওয়া যায়। প্রতি টন সূর্যমূখীর বাজারমূল্য ১ লাখ টাকা। অর্থাৎ, একর প্রতি সূর্যমূখী চাষ থেকে গড়ে ১ লাখ ৫০ হাজার টাকা আয় করা সম্ভব। গবেষণার ফলাফলের ভিত্তিতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূর্যমূখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। অধিদপ্তর থেকে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী ফুলের বাণিজ্য একটি সম্ভাবনাময় খাত। গত বছর জেলায় সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে। এতে উৎপাদিত হয়েছে প্রায় ৫০ হাজার মেট্রিক টন ফুল। ফুলের দাম ভালো থাকায় এবারও কৃষকরা ব্যাপকভাবে সূর্যমুখী ফুলের চাষ করেছেন।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কৃষক মো. জাকির হোসেন বলেন, তিনি গত বছর ১০ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ফুলের দাম ভালো থাকায় তিনি মোট ১৫ লাখ টাকা আয় করেছেন। তিনি জানান, সূর্যমুখী ফুল চাষ করতে খুব বেশি খরচ হয় না। তাই এটি একটি লাভজনক ফসল।
একই উপজেলার কৃষক মো. আবদুল হামিদ বলেন, তিনি গত বছর ২০ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছিলেন। ফুলের দাম ভালো থাকায় তিনি মোট ২০ লাখ টাকা আয় করেছেন। তিনি জানান, সূর্যমুখী ফুল চাষের জন্য সরকারি সহায়তা পেলে তারা আরও বেশি জমিতে ফুল চাষ করতে পারবেন।ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী ফুলের প্রধান বাজার হালুয়াঘাট। হালুয়াঘাটের ফুল ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম বলেন, গত বছর সূর্যমুখী ফুলের দাম ছিল ভালো। তাই আমরা ভালোভাবে লাভ করেছি। তিনি জানান, এবারও সূর্যমুখী ফুলের দাম ভালো থাকবে বলে আশা করছেন।ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষক জয়নাল আবেদীন বলেন, “আমি এবার প্রথমবারের মতো সূর্যমূখী চাষ করেছি। গবেষণায় দেখা গেছে, সূর্যমূখী চাষ থেকে ভালো লাভ করা সম্ভব। তাই আমি আগামী বছরও সূর্যমূখী চাষ করব।”
ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমূখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী ফুলের বাণিজ্য একটি সম্ভাবনাময় খাত। সরকার যদি সূর্যমুখী ফুল চাষের জন্য কৃষকদের সরকারি সহায়তা প্রদান করে তাহলে এ খাত আরও বেশি সম্প্রসারিত হবে। এতে কৃষকরা লাভবান হবেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news