প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৪, ৬:৫৭ পূর্বাহ্ণ
বরিশালগামী যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চকে পণ্যবাহী জাহাজের ধাক্কা
চাঁদপুর প্রতিনিধি : মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী ‘এম ভি সুন্দরবন ১৬’ জাহাজের কিছু অংশ দুমড়েমুচড়ে গেছে।চাঁদপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর নামক এলাকায় বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি।সুন্দরবন-১৬ জাহাজের সুপারভাইজার মোহাম্মদ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১২টা ৪৫ মিনিটে ‘এম ভি মার্কেন্টাইল-৩’ নামক পণ্যবাহী জাহাজ ঢাকা থেকে আসা বরিশালগামী সুন্দরবন ১৬-এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে সুন্দরবন ১৬ জাহাজের ভি আই পি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়েমুচড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।”সুপারভাইজার জানান, কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পণ্যবাহী এম ভি মার্কেন্টাইল-৩ জাহাজটি কোস্টগার্ড এবং নৌ পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবন ১৬ নদীর পাড়ে ভিড়ানো হয়।সুন্দরবন-১৪ জাহাজের সুপারভাইজার মোহাম্মদ ইউনুস মিয়া জানান, রাতেই সুন্দরবন ১৪ এবং সুন্দরবন ১৫ জাহাজ দুটি যাত্রীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়।জাহাজটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পরিবহন কর্তৃপক্ষ, কোস্টগার্ড এবং নৌ ফায়ার সার্ভিস সদস্যরা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News