বাংলাদেশ ঢাকা

হেভিওয়েট ও কিংসরা ধরাশায়ী

Untitled 2
print news

ইত্তেহাদ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল কিংস পার্টি এবং মহাজোটের শরিকরা। তবে এবার ভোটের মাঠে ধরাশায়ী হলেন কিংস পার্টির কিংসরা এবং নৌকায় ওঠা মহাজোটের হেভিওয়েট প্রার্থীরা। বিএনপি থেকে বিতারিত শমসের মুবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার এবার তৃণমূল বিএনপি পুর্নগঠন করে নির্বাচনে অংশ গ্রহণ করে। রাজনৈতিক অঙ্গনে তারা কিংস পার্টি হিসাবে পরিচিতি লাভ করে। সরকারের সাথে সমঝোতা করে তারা বিজয়ী হয়ে সংসদে বিরোধী দলের জায়গা দখল করবে এমন হুংকারও তারা দিয়েছিল। তবে তাদের সে স্বপ্ন শেষ পর্যন্ত দু:স্বপ্নে পরিণত হয়েছে। শমসের মুবিন চৌধুরী সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে তৈমুর আলম খন্দকার নারায়নগঞ্জ-১ আসনে দাড়িয়ে তৃতীয় হন। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গাজী গোলাম দস্তগীর এবং তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভ’ূইয়া। এ ছাড়া কিংসপার্টি খ্যাত বিএনএম-এর নেতা শাহ আবু জাফর ফরিদপুর-১ আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমানের কাছে।
অন্যদিকে মহাজোটের অন্যতম শীর্ষ নেতা হেভিওয়েট প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের কাছে পরাজিত হন। ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা রাজশাহী দুই আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার কাছে পরাজিত হয়েছেন। মহাজোটের শরিক দল সাবেক মন্ত্রী তফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু পরাজিত হয়েছেন এক সময়ে তারই একান্ত সহকারী আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে। হেভিওয়েটদের মধ্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব বর্তমানে দল থেকে বহিস্কৃত সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা রংপুর-১ আসনে স্তন্ত্র প্রার্থী আসাদুজ্জামানের কাছে পরাজিত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে পরাজিত করেছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন। সুনামগঞ্জ-২ আসনে বর্তমান আইজিপির ভাই আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে পারিজত করে জয় ছিনিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। অন্যদিকে কিশোরগঞ্জ–২ আসনে সাবেক অতিরিক্ত ডিআইজি আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাহার আকন্দকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *