বাংলাদেশ ঢাকা

বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানোর চেষ্টা

image 386705 1611346292
print news

রোজিনা ইসলাম

জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলেন। সরকারের মুক্তিযোদ্ধাদের তালিকায় তাঁর নামও ছিল। অভিযোগ উঠেছে, এমনই একজন বীর মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় তোলার অপচেষ্টা করেছেন আরেক বীর মুক্তিযোদ্ধা।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত কারণে ও সন্তানের পদোন্নতি ঠেকাতে বগুড়ার শিক্ষক প্রয়াত মতিয়র রহমানের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাজাকারের তালিকায় অন্তর্ভুক্তির অপচেষ্টা করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ওরফে মজনু।

বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমানের সন্তান এ বি এম আরিফুর রহমান বর্তমানে মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপক।

গত ১৩ জুলাই অনুষ্ঠিত জামুকার ৮৬তম বৈঠকে অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্মানী ভাতা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি জামুকায় গিয়েছিলাম। তারা কীভাবে এমন মিথ্যা কথা বলল? আমি এখনো বলছি, মতিয়র রহমান স্বাধীনতাবিরোধী ছিলেন। এ বিষয়ে আমার কাছে তথ্য–প্রমাণ আছে।’

মুক্তিযোদ্ধা আজিজুলের অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও জামুকার সদস্য শাজাহান খান তদন্ত করেন। তদন্তের পর তিনি জানান, অভিযোগকারী আজিজুল ইসলামকে একাধিকবার নোটিশ ও খুদে বার্তা দিলেও তিনি শুনানিতে হাজির হননি। জমিজমার বিরোধের জের ধরে অসত্য অভিযোগ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে শিক্ষক মতিয়র রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাঁকে রাজাকার বানানোর অপচেষ্টা করেছেন। উদ্দেশ্য প্রয়াত মতিয়রের ছেলের সরকারি চাকরিতে পদোন্নতি যেন না হয়।

শাজাহান খান বলেন, মতিয়র রহমানের বিরুদ্ধে আজিজুলের আনা অভিযোগ প্রমাণিত হয়নি। বরং অভিযোগকারী হীন উদ্দেশ্যে গর্হিত অপরাধ করেছেন। মিথ্যা অভিযোগ দায়েরের জন্য এবং সম্মানিত শিক্ষকের চাকরিজীবী সন্তানকে হয়রানি করায় তদন্ত কমিটি আজিজুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে মতিয়রের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর সম্মানী ভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রয়াত মতিয়র রহমানের ছেলে এ বি এম আরিফুর রহমান সম্প্রতি  বলেন, ‘আমাকেও জামুকায় ডাকা হয়েছিল। জমিজমা নিয়ে বিরোধের কারণে মূলত এ ধরনের অভিযোগ করা হয়েছে। আমার বাবা যে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা, সেটা এলাকার সবাই জানেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *