বিনোদন

দেশের ‘কমলা’কে এক করলেন লুইপা!

412882970 18407056480041508 8926780865765630580 n 29b9cb2ff939f3a0e62aa0bd7ac71632
print news

ইত্তেহাদ বিনোদন ডেস্ক : ফারসি ভাষায় ইরানের লোকসংগীত ‘জামাল কুডু’ সম্পর্কে এতোদিনে সবারই কম-বেশি জানা হয়েছে। যে গানটি বলিউডের সুবাদে এখনও তুমুল জনপ্রিয়, অন্তর্জাল হয়ে স্টেজে। অনেকটা একই ঘরানার বাংলা লোকগান ‘কমলায় নৃত্য করে’। যে গানটি যুগান্তরের পথ ধরে বেজে চলেছে বাঙালির সাংস্কৃতিক চর্চায়।

অভিনব ব্যাপার হলো, দূর ইরানের ‘জামাল’ আর বাংলার ‘কমলা’কে যেন এক সুতোয় গেঁথে নিলেন দেশের অন্যতম সুকণ্ঠী লুইপা। দুটো গানের তাল-লয়ের ফাঁকে যুক্ত করলেন সিলেট অঞ্চলের আরেকটি ট্র্যাডিশনাল গান ‘আইলারে নয়া দামান’। তুহিন আহমেদের সংগীতায়োজনে লোকগানের এই দারুণ ম্যাশআপটির ভিডিও ধারণ করেছেন এমডি আলমগীর হোসেন। যিনি নিজেও একজন নামকরা যন্ত্রী, প্যাডিস্ট।আর ভিডিওতে মডেল হলেন লুইপা নিজেই।কিন্তু কোন ভাবনায় এই ভিন্ন কাজটি সাধন করলেন লুইপা কিংবা পুরো টিম? জবাবে বলেন, ‘‘আমি মূলত স্টেজ শোয়ের মানুষ। শোয়ের ফাঁকে রেকর্ডিং করি। ফলে প্রতিদিনই মঞ্চের সামনে থাকা শ্রোতাদের কথা আমাকে ভাবতে হয়। তাদের নানামাত্রিক গানের আবদার শুনতে হয়, অনুরোধ রাখতে হয়। ইদানীং তো প্রায় প্রতিটি শোয়ে ‘জামাল কুডু’ গানটার অনুরোধ পাই। কিছুদিন আগেও পেতাম ‘নয়া দামান’ গানটি। আর ‘কমলায় নৃত্য করে’ তো আমাদের রক্তে মেশা একটা গান। তিনটি গানই ট্র্যাডিশনাল। তিনটির সুরই প্রায় একই। ভাবলাম, মঞ্চে যেহেতু প্রায়শই এই গানগুলো গাইতে হয়, তাহলে একটা রেকর্ডেড ভার্সন করলে ক্ষতি কি? বরং আরও অনেক মানুষ একসঙ্গে গানগুলো উপভোগ করতে পারবেন। সেই ভাবনা থেকেই হুট করে কাজটি করা।’’

১৫ জানুয়ারি মজার এই গানটি প্রকাশ হয়েছে লুইপার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। শিল্পী জানান, এটি প্রকাশের পর ব্যাপক প্রশংসা মিলছে তার পক্ষে। যদিও এতোটা তিনি আশা করেননি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *