কলাপাড়ায় বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ


কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিদ্যালয় ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ কাজ পরিদর্শনের সময় অনিয়ম দেখে এ সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, ঢালাইয়ের কাজে পরিমাণের কম সিমেন্ট ব্যবহার, উন্নতমানের খোয়ার পরিবর্তে রাবিশ ব্যবহার, মাটি-বালির উপরে বেইজ ঢালাই, বেশ কিছু স্থানে পরিমাণের কম রড ব্যবহার করেছে নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মোটরস। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্মাণকাজ বন্ধ করে দেয়। কাজ বন্ধের খবর শুনে ঘটনাস্থলে আসেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহেল।
ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. হযরত আলী বলেন, এই ওয়াশ ব্লকের নির্মাণকাজের শুরু থেকে তারা অনিয়ম করে আসছে। আমরা যখন আসি তখন ভালো করে কাজ করে। চলে গেলেই অনিয়ম শুরু করে। তারা দিনের পরিবর্তে রাতে ঢালাই করে। এসব করে মূলত অনিয়ম করার জন্য।
প্রধান শিক্ষক মো. ইউনুস হাসান জানান, শিডিউল অনুযায়ী কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদ্যালয়ের কোমলমতি শিশুদের জন্য নির্মিত ভবন তৈরিতে অনিয়ম মেনে নেয়া যায় না। দায়িত্বে থাকা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহেল জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের সত্যতা মিলেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান আল-মদিনা মোটরসের দায়িত্বে থাকা মো. আজিজ জানান, এ উপজেলায় আমার অনেকগুলো কাজ চলমান। তাই বিভিন্ন জায়গায় যেতে হয়। রড কম দেয়াসহ বিভিন্ন অভিযোগের বিষয়গুলো আমার অজান্তে ঘটেছে। আমরা এটা সংশোধন করে নিচ্ছি। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. জিহাদ হোসাইন জানান, বিষয়টি জানার পর সংশোধন করার নির্দেশ দিয়েছি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news