বাংলাদেশ ঢাকা

রজনীগন্ধা উদ্ধারে সক্ষমতা নেই হামজার

image 764250 1705511706
print news

মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্রিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজার।

ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ মেট্রিক টন। সেখানে ট্রাকসহ পানির ওজন রয়েছে। অথচ হামজার নিজের ওজন ২৫০ মেট্রিক টন। যে কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও উদ্দীপন নামের পৃথক দুটি উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া অভিমুখে রওনা দিয়েছে। সেটি পাটুরিয়া পৌঁছতে বৃহস্পতিবার দুপুর নাগাদ সময় লাগবে।

এমনটিই জানালেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক  জানান, ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির যে পরিমাণ ওজন তা উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষমতা নেই। যে জন্য আরও দুটি জাহাজ উদ্ধারকাজে নিয়ে আসা হয়েছে। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে তৈরি ডুবন্ত ফেরি রজনীগন্ধাসহ কয়েকটি ফেরিটির ফিটনেস সার্ভে করতে গত এক মাস আগে পাটুরিয়া ভিজিট করে যান ডিজি সিপিং। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আহম্মদ আলী দাবি করে জানান, ফেরিটির সব কাগজপত্র হালনাগাদ আছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *