ইউক্রেনের হামলায় নিহত ২৫


অনলাইন ডেস্ক : পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের একটি বাজারে কিয়েভের হামলায় ২৫ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানমস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে বলেছেন, একটি বাজারে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।তিনি বলেন, রোববার ব্যস্ত সময়ে বাজারটিতে হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।এত গণভোটের মাধ্যমে ২০২২ সালে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল দখর করে নেয় রাশিয়া। যদিও এই অঞ্চলের ওপর এখনো তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই।এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রোববার জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৩০ সেনা হারিয়েছে রাশিয়া।দেশটির দাবি, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ২১ জানুয়ারি পর্যন্ত ৬ হাজার ১৮১টি ট্যাংক, ১১ হাজার ৪৬৬টি সাঁজোয়া যুদ্ধযান, ১১ হাজার ৮৬২টি যানবাহন ও জ্বালানি ট্যাংক, ৮ হাজার ৮৭৫টি আর্টিলারি সিস্টেম এবং ৯৬৮টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম হারিয়েছে ইউক্রেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news