ঢাকা অফিস : টানা ১১ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর মিনহাজুল ইসলাম ভুইয়া মিনহাজ। এ সময় কারাফটকে সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত বছরের ৭ মার্চ মুন্নাকে গ্রেফতার করা হয়। এরপর জামিনে মুক্তি পেলেও একের পর এক পেন্ডিং মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়। বর্তমানে তার মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এ সব মামলায় তিনি জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত