বাংলাদেশ বরিশাল

দশমিনায় আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো ২৩ বছরেও সংস্কার হয়নি বাসিন্দাদের শীতে কাঁপে হাড়

Dashmina pht 31.01 7558
print news

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে
২৩ বছর আগে উপজেলার ৩টি ইউনিয়নে আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের
আওতায় ৪২০ পরিবার ঘর পেয়েছিল। কথা ছিল, তাদের স্বাবলম্বী করতে
নানা ধরনের পদক্ষেপ নেয়ার কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি। অপরদিকে
দীর্ঘদিন ঘরগুলো সংস্কার না করায় ঝুরঝুরে হয়ে গেছে টিনের চাল,
দরজা, জানালা। ফলে কি শীত, কি বর্ষা- সব ঋতুতেই কষ্ট করছেন
এখানকার বাসিন্দারা। তারা জানালেন, একটু বর্ষা হলেই অনেক ঘরে
পানি পড়ে মেঝে ভেসে যায়। ঘরের আসবাবপত্র, পরনের কাপড়-চোপড় ও
প্রয়োজনীয় মালামাল ভিজে একাকার হয়ে যায়। আর কনকনে শীতে ঠান্ডা
হাওয়া ঢুকে যায় ভাঙা টিনের চাল আর জানালার ফাঁক দিয়ে। ফলে ভাঙ্গা
ঘরে বর্ষা ও হাড়ভাঙ্গা শীত উপেক্ষা করে অসহায় -দুস্থ বাসিন্দাদের
বসবাস করতে হচ্ছে।
উপজেলার দশমিনা ইউনিয়নের আরজবেগী আশ্রয়ণ প্রকল্পের সমবায়
সমিতির সাধারণ সম্পাদক নজির হোসেন বলেন, প্রলয়ংকরী ঘূর্ণিঝড়,
সিডর, আইলা, মহাসেন, ফণিসহ প্রাকৃতিক নানা দূর্যোগে
আমাদের লড়াই করতে হয়। আশ্রয়ন প্রকল্পে থাকা মোঃ ফারুখ (৩৫), শাহা
ভানু(৬০), হনুফা(৫৫), দেলোয়ার ৪০,রুহুল ফরাজি( ৫০), ফোরকান
মৃধা(৪৮), মোস্তফা(৩৮), হানিফ হাওলাদার(৭০), খোকন (২৭) বলেন,
আমরা কি বলবো এখানে ৪০ টি পরিবার বসবাস করি মাত্র দু’টি
টিউবওয়েল পানির কষ্ট অনেক। প্রতি বছর শিশু ও বৃদ্ধারা পানিবাহিত
রোগে আক্রান্ত হয়ে থাকে।
উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুর আশ্রয়ন প্রকল্পের ঘর পাওয়া
দিনমজুর ও পূর্ব আলীপুর আশ্রায়ন প্রকল্পের সমবায় সমিতির সাধারন
সম্পাদক বাবুল হোসেন মৃধা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া এই ঘর পেয়ে
আমরা আনন্দে উদ্বেলিত হয়েছিলাম। আমরা স্বপ্ন বুনেছিলাম,
প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থেকেই পরিবার-পরিজন নিয়ে স্বাবলম্বী হবো।
কিন্তু স্বাবলম্বী হওয়া তো দূরের কথা, এখন আমাদের খোঁজ আর কেউ
রাখে না। ঘরগুলো মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করা হলেও
আজও কেউ মেরামত করতে এগিয়ে আসেনি। বাবুল হোসেন মৃধা
নিজেদের দুরবস্থার কথা জানালেন। এছাড়া আশ্রয়নের ঘর পাওয়া রাশিদা

বেগম (৫০), উত্তম দাস (৬৩), রাজ্জাক মৃধা (৫৩), সুফিয়া (৪৬), আব্দুল
গনি (৫৮), রাবেয়া বেগম (৬৩), নাদিরা বেগমসহ (৪০) আরও অনেকে
তাদের দুঃখের কথা শোনালেন।
দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ
লিটন বলেন, আরজবেগী আশ্রায়নের লোকজন বিশুদ্ধ পনির অভাবে
বিভিন্ন সময় পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে এবং ব্যারাকের ঘরগুলোর
উপরের টিনের সাইনি পরিবর্তন করা দরকার। আমি উপজেলা মাসিক
মিটিং এই বিষয়ে আলোচনা করেছি। উপজেলা প্রশাসন কিছু দিনের
মধ্যে সমস্যার সমাধানে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। উপজেলার
আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ অতিকুর রহমান সাগর আহম্মেদ বলেন,
্#৩৯;আশ্রয়নের ঘরগুলো সংস্কার ও তাদের শীতবস্ত্র প্রদানের জন্য আমি উপজেলা
প্রশাসনের সঙ্গে কথা বলেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার
কার্যালয় থেকে জানা যায়,বর্তমানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায়
আশ্রয়নের ঘর এই মুহূর্তে মেরামত করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পেলেই
ঘরগুলোতে মেরামতের কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, আশ্রয়ন ও
আবাসন প্রকল্পের ঘরগুলোর প্রায় অর্ধেক পরিবার অন্যত্র চলে গেছেন।
বর্তমানে যে পরিবারগুলো বসবাস করছে তাদের ঘরের ছবিসহ সকল
তথ্যাদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা হয়েছে। আশ্রয়নের ঘরগুলো
সেমিপাকা করে দেওয়ার সরকারের পরিকল্পনা আছে, বরাদ্দ পেলে ঘরগুলো
সংস্কার করা হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *