ইত্তেহাদ নিউজ ডেস্ক : মহুয়ার পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ‘মহুয়া মানুষের কথা বলত, তাই ওকে লোকসভা থেকে বার করে দিয়েছে। মহুয়া আবার জিতে লোকসভায় যাবে।’লোকসভা ভোটে ফের একবার রাজ্যে একা লড়াই করার কথা ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তিপুরে প্রশাসনিক সভা থেকে তিনি দাবি করেন, বিজেপিকে সুবিধা করে দিতে জোট করেছে সিপিএম ও কংগ্রেস। এদিনও ফের বসন্তের কোকিল প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, যারা ৩৬৫ দিন আপনার সঙ্গে থাকেন তাদের সঙ্গে থাকুন।এদিন কংগ্রেস – সিপিএমকে একযোগে আক্রমণ করে মমতা বলেন, ‘দিল্লি জয় আমরাই করব। বাংলা পথ দেখাবে। বাংলায় আমরা একা লড়ব। কারণ, আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে। বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি’।গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় মন মতো ফল হয়নি তৃণমূলের। জেলার ২টি আসনের ১টিতে জয় পেলেও অন্যটি গিয়েছে বিজেপির দখলে। এছাড়া বনগাঁ লোকসভা কেন্দ্রে নদিয়া জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই বনগাঁতেও জিতেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে সেখানে দলের স্বাস্থ্যোদ্ধার হলেও ঘুরে লোকসভা নির্বাচন আসতেই মমতা নদিয়া নিয়ে যে চিন্তিত তা ফের ফুটে উঠেছে তার কণ্ঠে। গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে উঠেছে টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা থেকে বহিষ্কারের ঘটনা।এদিন সেই মহুয়ার পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ‘মহুয়া মানুষের কথা বলত, তাই ওকে লোকসভা থেকে বার করে দিয়েছে। মহুয়া আবার জিতে লোকসভায় যাবে।’এদিনের সভায় নাম না করে ফের বিজেপিকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন মমতা। বলেন, ভোট ফুরালে ওরা চলে যাবে। কিন্তু আমরা ৩৬৫ দিন থাকব।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত