ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পিঠা উৎসব উদ্ভোধন


মো খোকন ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় ও ব্রাহ্মণবাড়িয়া শিল্প একাডেমীর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব উদ্বোধন করা হয়ে়ছে। আগামী ২রা ফ্রেবুয়ারী শুক্রবার পর্যন্ত প্রদর্শণী চলবে।
বুধবার(৩১ জানুয়ারী) বিকালে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় পিঠা উৎসব শুরু হয়েছে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্ব ও এস আর ওসমানগনি সজীব সন্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন প্রমুখ।
জাতীয় পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের ১৬টি স্টল বাহারী রকমের পিঠা প্রদর্শন করে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পিঠা উৎসব আগামী শুক্রবার পর্যন্ত প্রদর্শণী চলবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news