৩৫ রকমের পিঠার সাথে পরিচিত হলো পাইকগাছার মানুষ


ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) :
৩৫ রকমের পিঠার সাথে পরিচিত হয়েছে পাইকগাছার মানুষ। বুধবার গ্রাম
বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করে পাইকগাছা সরকারি কলেজ।
৮টি স্টল স্থান পায় এ উৎসবে। শিবসা, কপোতাক্ষ, মিনহাজ, পশুর, করুলিয়া, রূপসা,
ভৈরব ও হংসরাজ সহ প্রতিটি স্টলের নামকরণ করা হয় এলাকার নদ-নদীর নামে। নবান
নন্দনী, ক্ষীর বাদাম, পুডিং, দুধ গোকুল, ম্যারাপিঠা, মিষ্টি কুমড়া পিঠা, আপেল
পিঠা, চকলেট মালাই পিঠা, কদম পুলি, গোলাপ পিঠা, ভাপাপুলি, নকশী পিঠা,
গোকুল পিঠা, তক্তি পিঠা, দই ভাপা পিঠা, মুগ পিঠা, সেমাই পিঠা, ছিটা
পিঠা, পাটি সাপটা, বিবিখান, মুগপাকান, খেঁজুর পিঠা, দুধ পাকন,
নারিকেলের বার্মি, কদম বাহারী, রস গোলাপ, চন্দ্র মল্লিকা, ফুলঝুরি, দুধ চিতই,
রস চিতই, সূর্যমুখী, জামাই পিঠা, শামুক পিঠা, বারানদেশ পিঠা, বিট
বরফি, চিংড়ি পিঠা, ডোনাট, সুন্দরী পাটিসাপটা ও কদম পুলি সহ প্রত্যেকটি
স্টলে প্রায় ৩৫ রকমের পিঠা প্রদর্শন করা হয়। নির্দিষ্ট মূল্যে এসব পিঠা
দর্শনার্থীদের কাছে বিক্রয় করা হয়। এবারই প্রথম এতো রকমের পিঠার সাথে
পরিচিত হয় এলাকার মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্ম গ্রাম বাংলার নানা স্বাদের
নানা রকমের পিঠার সাথে পরিচিত হয়। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মুখরিত
হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। মাসুমা আক্তার বলেন, আমার স্টলে ৩৫ রকমের পিঠা প্রদর্শন
করা হয়েছে। প্রভাষক লিলিমা খাতুন জানান, ২৮ প্রকার পিঠা প্রদর্শন করা হয়।
প্রভাষক রুবাইয়া শারমিন হায়াত বলেন, আমরা স্টলেই পিঠা তৈরী করে দর্শনার্থীদের
মাঝে বিক্রয় করেছি। ব্যতিক্রমী এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন
শ্রেণি পেশার মানুষ। সকালে ফিতা ও কেক কেটে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়।
অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়ের সভাপতিত্বে ও প্রভাষক আছাবুর রহমান শিমুলের
সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ
আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর
রহমান তালুকদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক স্বপন ঘোষ, আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন ও
তারেক আহম্মেদ।
শিক্ষককে স্কুলে প্রবেশে বাঁধা প্রদান করার
অভিযোগ
পাইকগাছার আলোচিত বগুলারচক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
সভাপতির বিরুদ্ধে স্কুল শিক্ষককে স্কুলে প্রবেশে বাঁধা প্রদান করার অভিযোগ
উঠেছে। স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে স্কুল সভাপতি
শিক্ষকের সাথে এমন আচরণ করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক সালমা খাতুন।
এ ব্যাপারে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বরাবর লিখিত অভিযোগ
করেছেন। প্রাপ্ত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ২২ জানুয়ারী সকাল ৯টা
৪২ মিনিটে স্কুলে প্রবেশের সময় বিদ্যালয়ের সভাপতি দায়িত্বরত কর্মচারীকে
দিয়ে গেটে তালা লাগিয়ে প্রবেশে বাঁধা প্রদান করেন। প্রায় ১৫ মিনিট পর
গেটটি খুলে দেওয়া হয়। এতে স্কুল শিক্ষক মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হন। এ ব্যাপারে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মন্ডল বলেন, ওই দিন আমি স্কুলে ছিলাম না। পরে এ
ধরণের কথা শুনেছি। তবে এ ব্যাপারে কোথাও কোন অভিযোগ হয়েছে কিনা
সেটি আমার জানানাই। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
আব্দুর রহমান জানান, এ ধরণের কোন অভিযোগ আমার কাছে এখনো পৌছায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ বলেন, সংশ্লিষ্ট শিক্ষক
আমার কাছে কোন অভিযোগ করেনি। তবে এ ধরণের কোন আচরণ কাম্য নয়। এ
ধরণের অভিযোগ অস্বীকার করে সভাপতি আব্দুর রব বলেন, বিদ্যালয়ে এ্যাসেমবিলি
চলাকালীন সময় গেট বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ সময় কেউ প্রবেশে
বাঁধাগ্রস্থ হলে তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী নয়। তবে কাউকে লক্ষ করে গেট
বন্ধ করা হয়নি বলে বিদ্যালয়ের সভাপতি জানান। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী
বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন এবং ২১ জানুয়ারী সভাপতি নির্বাচন
অনুষ্ঠিত হয়। কিন্তু কোরাম সংকটের কারণে সভাপতি নির্বাচন টানা ৪র্থ বারের
মতো পিছিয়ে যায়।
পাইকগাছায় ইয়াবা সহ আটক-২
পাইকগাছা থানা পুলিশ ১৭৫ পিচ ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে।
পৃথক অভিযানে এদেরকে আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা
হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, ৩০ জানুয়ারী গোপালপুর এলাকা থেকে
১শ পিচ ইয়াবা সহ রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মৃত শামছুর রহমান খানের
ছেলে হারুন অর রশীদ (ইয়াবা খোকন ৬০) কে এবং ২৯ জানুয়ারী শিবসা ব্রিজের
ওপর থেকে ৭৫ পিচ ইয়াবা সহ লস্কর গ্রামের হামিদ গোলদারের ছেলে বিল্লাল
হোসেন (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায়
পৃথক দুটি মাদক আইনে মামলা হয়েছে বলে ওসি ওবাইদুর রহমান জানান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news