মোহাম্মদ সোহেল, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ বাসের ধাক্কায় অটো ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় ১৩ নম্বর ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের, গোহালিয়াবাড়ী গ্রামের আব্দুস ছাত্তার (৩৩), একই ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের আব্দুল মমিন (৩৬)। তাদের মধ্যে আব্দুস ছাত্তার অটোভ্যানচালক ও আব্দুল মমিন অটোভ্যানের যাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সল্লা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহন নামে একটি বাসকে একটি গাড়ি চাপ দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের বাসটি সামনে থাকা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রীসহ অটোভ্যানচালক নিহত হন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পুলিশ এসে দুজনের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, মরাদেহ দুটি উদ্ধার করা হয়েছে, এবং বাসটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত