অর্থনীতি

দশমিনায় সড়ক দখল করে ফড়িয়ারদের ব্যবসা জনজীবনে চরম দূর্ভোগ

Dashmina pht 3.0
print news

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনা উপজেলার গুরুত্বপূর্ন সড়ক গুলোতে ফড়িয়ারা দখল
করে ধানের ব্যবসায় ভোগান্তিতে পথচারীরা। এতে করে সড়কে যান
চলাচলে সৃষ্টি হচ্ছে যানজট। উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ন সড়ক
ঘুরে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক, স্কুলের
সমনের সড়ক দখল করে ব্যবসা করছে ধান পড়িয়ররা । উপজেলার বেতাগী-
সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের বাগলা বাজারে রাস্তার দুই
পাশে প্রায় ২শ’ বস্তা ধান রেখে উচু টিলা বানিয়ে রেখেছে ধান
ফড়িয়াররা। এছাড়া দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী বাজারের পশ্চিম
পাশে সড়ক জুড়ে ধানের বস্তার টাল দেখা যায়। উপজেলার গুরুত্বপূর্ন
সড়ক জুড়ে ধানের বস্তা টাল করা তার পাশে দাড়িয়ে আছে ট্র্যাক। ফলে
তৈরি হচ্ছে যানজট, যান চলাচলে চরম ভোগান্তিতে পথচারী পড়ছে।
উপজেলার নলখোলা, দক্ষিন দাসপাড়া, সরকারি কলেজ রাস্তা, আলীপুর
মাধ্যমিক বিদ্যালয়ের সামনে, রমানাথশেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সড়ক, আমতলা বাজার সড়ক দখল করে ধানের বস্তা স্তুপ করে রাখছে
ফড়িয়াররা। উপজেলা প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন ফড়িয়ারা
রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছে। যার কারনে স্থানীয়রা, পথচারী,
পরিবহন চালক ও অটোচালকরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার বেতাগী
সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট সড়কে ধানের বস্তা ও ট্র্যাক রাখায়
রাস্তার এক- তৃতীয়াংশ দখল করে ধান বস্তা, ট্র্যাকে উঠানো, এবং
ভ্যানগড়ী দিয়ে এন নামানোর কাজ করছে দিনভর ধান ব্যবসায়ীরা
(ফড়িয়ারা)।
দশমিনা সদরের মো. কামাল হোসেন বলেন, দশমিনা-ঢাকা, দশমিনা-
পটুয়াখালী ও দশমিনা-বরিশালসহ বিভিন্ন স্থানে লোকজন গুরুত্বপূর্ন
কাজে যায়, রোগী বহনকারি এ্যাম্বুলেন্স এবং মালামালবহী মিনি ও বড়
ট্র্যাক আসা যাওয়া করে কিন্তু ধানের বস্তায় সড়কের বেশিরভাগ জায়গা
দখল করে কাজ করছে। দক্ষিন দাসপাড়া এলাকার বাসিন্দা সামছুল হক বলেন,
গছানী বাজারে বিভিন্ন পেশার লোকজন নিত্য প্রয়োজনীয় মালামাল
কেনা-বেঁচা করে বাজারটি উত্তর পাশে সড়ক জুড়ে ধানের বস্তার স্তুপ
রয়েছে। কেউ দেখার নেই মনে হচ্ছে ফড়িয়ারদের ধান ব্যবসা করার জন্য এই

রাস্তা নির্মান করেছে সরকার। এই স্তুপের তলে শিশু ও বয়স্ক মানুষ যে কোন
সময় পরে গিয়ে দূর্যটনা ঘটতে পারে।
আউলিয়াপুর গ্রামের শাহিন বলেন,সড়ক দখল করে ধানের বস্তা রাখায়
যেমনি আমাদের অটোরিক্সা চালাতে ভোগান্তি পোহতে এবং পথচারীদের
দূর্ঘটনার আশংকা থাকে। বিদ্যালয়ের সামনের সড়ক দখল করে ধানের বস্তা
টাল দিয়ে রাখা বিপদজনক। দশমিনা সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের
সদস্য শাহজাহান বলেন, এলাকার বিভিন্ন সড়ক যেভাবে ধানের বস্তা
রেখেছেন ফড়িয়ারা যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়টি
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হয়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাফিজা নাজ নীরা
বলেন, খোঁজ খবর নিয়ে ধান ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা
নেয়া হবে। তিনি আরো বলেন, এই বিষয়ে উপজেলার ৭টি ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যানদেরকে অবগত করা হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *