দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি : : দেবিদ্বারে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয় সম্পাদক আয়শা আক্তার মুক্তাকে নৌকার পক্ষে কাজ করার সুবাদে মারধর করে রক্তাক্ত করেছেন গত বৃহস্পতিবার।আয়শা আক্তার মুক্তা অত্র উপজেলার পরাজিত নৌকার প্রার্থী রাজী মোঃ ফখরুলের পক্ষে কাজ করার সুবাদে মঙ্গলবার বিকালে উপজেলা গেটের সামনে স্বতন্ত্র ঈগল প্রতীকের সমর্থক সন্ত্রাসীরা এই হামলা চালায়। ক্ষতিগ্রস্ত নির্যাতিত আয়েশার সাথে কথা বলে জানা যায় যে, সে বাসা থেকে উপজেলা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, এমন সময় উপজেলার ভিতর অবস্থানরত স্বতন্ত্র এমপির প্রোগ্রাম থেকে এসে এই হামলা চালায়। তখন রাস্তার উপরে আশেপাশে লোকজন এসে আমাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, এখানে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা মেডিকেলে হসপিটালে প্রেরণ করা হয়।তিনি জানান, নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিলো।নির্যাতিত পরিবার দেবিদ্বার থানায় অবগত করেন ওসি( নয়ন মিয়া)তিনি প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আমরা নৌকাকে ভালবাসি, আমরা নৌকার পরিবারের লোক, আজকে নৌকার পক্ষে কাজ করায় কুমিল্লার দেবিদ্বারের প্রতিটি ইউনিয়নের মানুষ লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাদের হাত থেকে আমার মত নারীও রেহাই পাচ্ছেনা। আমি এর বিচার চাই।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত