দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার : সচিব তপন কান্তি ঘোষ


ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)।।
বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন বঙ্গবন্ধুর জীবন আদর্শকে অনুসরণ করে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু সারাজীবন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, তিনি কখনো শোষক এবং ধনী শ্রেণীর সুবিধার জন্য তাদের পক্ষ নেননি সচিব তপন কান্তি বলেন বর্তমান সরকারের সময়ে দেশে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ বিরাজ করছে,দেশী-বিদেশী ব্যবসায়ীদের ব্যবসায়ের অনুকূল পরিবেশ ও সম্ভাবনা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন করোনা পরবর্তী ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি সহ বৈশ্বিক নানা কারণে বিভিন্ন জিনিসের আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেলে ও দেশের মানুষের দুর্ভোগ যাতে না হয় এ জন্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।যার মধ্যে সরকার স্বল্প মূল্যে নিম্ম আয়ের এক কোটি মানুষকে টিসিবি’র সুবিধার আওতায় নিয়ে এসেছে।এর মাধ্যমে ৫ কোটি মানুষ উপকৃত হচ্ছে। টিসিবি পণ্য প্রাপ্তি সহজ করতে স্মার্ট কার্ড করা হচ্ছে। তিনি বেশী বেশী কৃষি পণ্য উৎপাদন ও উৎপাদিত পণ্য বিদেশী রপ্তানির উপর গুরুত্বারোপ করেন। তিনি শুক্রবার দুপুরে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন পরিষদ মাঠে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, শুকনো খাবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী স্কুল ব্যাগ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ও দেলুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,বি সরকার, ইউপি সচিব বিজয় কুমার পাল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল,চম্পক বিশ্বাস, সুকুমার কবিরাজ,বাদিয়ার হোসেন, পলাশ রায়, রামচন্দ্র টিকাদান, রিংকু রায়, পবিত্র সরদার,মেরী রাণী সরদার, লক্ষী রাণী সরকার ও বিনতা সরকার।
কালিনগর কলেজে সংবর্ধিত সচিব তপন কান্তি ঘোষ
পাইকগাছার কালিনগর কলেজের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সচিব তপন কান্তি ঘোষ কে সংবর্ধনা প্রদান করা হয়। অধ্যক্ষ দিবাকর মন্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক রমেন্দ্র নাথ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন কুমার ঘোষ, ইউপি সদস্য পলাশ রায়, শংকর বিশ্বাস, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, সুভাষ চন্দ্র গাইন, বিশ্বজিৎ সাহা, শহিদুল ইসলাম, ঝর্না তরফদার, ধৃতিমান সরদার ও শিক্ষার্থী যুথিকা সরদার। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সচিব তপন কান্তি ঘোষ এর মাধ্যমে সরকারের কাছে অত্র কলেজটি ডিগ্রী পর্যায়ে উন্নীত করণ, ছাত্রী নিবাস ভবন নির্মাণ, যাতায়াতের রাস্তা সংস্কার ও কারিগরি শাখা খোলার দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে সচিব তপন কান্তি ঘোষ কলেজ আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠান ও কলেজের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news