রাজনীতি

নেছারাবাদে আবারো ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান নার্গিস জাহান

nargis jahan 1
print news

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে নারী ভাইস চেয়ারম্যান পদে আবারো মনোনয়ন প্রত্যাশী নার্গিস জাহান।তিনি নেছারাবাদ উপজেলার বর্তমান উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ যুব মহিলা লীগ স্বরুপকাঠী উপজেলা শাখার আহবায়ক,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ স্বরুপকাঠী উপজেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর জেলার সভাপতি,সেন্টার ফর হিউম্যান রাইটস্ মুভমেন্ট’র সদস্য। এছাড়াও তিনি সামাজিক দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্য নির্বাহী সদস্য,প্রেসক্লাব,অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন। বিশিষ্ট নারী নেত্রী নার্গিস জাহান নেছারাবাদ (স্বরুপকাঠী) এর বাসিন্দা।তিনি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত । দলীয় কর্মকাণ্ড ছাড়াও মহিলা পরিষদ,নারী নেটওয়ার্ক,নারী আন্দোলনসহ মানবাধিকার, সামাজিক ও মানবিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে এলাকার উন্নয়ন মুলক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।

861b3dc2 686f 4b96 a5a3 47ca1e37b97d
ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস জাহান

আওয়ামী লীগের সমর্থন ও দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে নার্গিস জাহান বলেন, সবসময় দলের জন্য কাজ করেছি। উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে নারী সমাজের পাশে থাকার চেষ্টা করেছি। কোনো সময় দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আওয়ামী লীগের রাজনীতি করছি। স্বাভাবিকভাবে আমি আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশা করি।এ ছাড়া যারাই আমার কাছে এসেছে তাদের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করেছি।

nargis

 

নার্গিস জাহান সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, গণ মানুষের রাজনীতি করতে গিয়ে অতীতে যেমনি ভাবে নিজস্ব অর্থায়নে সমাজের অসহায় মানুষ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম তেমনিভাবেই ভবিষ্যতেও সন্ত্রাসী, মাদক নির্মুলের মাধ্যমে অসহায় মানুষের সেবা অব্যাহত রাখতে চাই।
এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জনকল্যাণে সামনে এগিয়ে যেতে চাই।

nargis jahan
ভাইস চেয়ারম্যান প্রার্থী নার্গিস জাহান

নার্গিস জাহান সাংবাদিক,কবি এবং একজন সমাজসেবকও। সামাজিক ও মানবিক কর্মকান্ডে ব্যাপক অবদান রাখায় তিনি অসংখ্য সম্মাননা,পদক ও পুরুস্কার পেয়েছেন।২০২২ সালে মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট শ্রেষ্ঠ মানবাধিকারকর্মী হিসেবে নার্গিস জাহানকে সম্মাননা পদক ও সংবর্ধনারপ্রদান করেন ঢাকায় জাতীয় প্রেসক্লাবে। এছাড়া ২০১৫ সালে দেশসেরা শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছিলেন।এ ছাড়া করোনাকালীন সময়ে অসহায় মানুষদের সহযোগীতার কারনে একাধিক প্রতিষ্ঠান ও সংগঠন পুরুস্কার ও সম্মাননা প্রদান করেছেন।করোনাকালীন সেবায় বিভাগের শ্রেষ্ঠ সেবাদানকারী হিসেবে প্রথম হয়েছিলেন।

নারী নেত্রী ও মানবাধিকার কর্মী হিসেবে খ্যাতি অর্জন করেছেন বরিশাল বিভাগ জুড়ে । এছাড়া তিনি একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় পরিচিত। কোন দুর্নীতি ও অনিয়মের সাথে আপোষ করেন নি। লড়াই করেছেন দুর্নীতির বিরুদ্ধে। সাধ্য অনুযায়ী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। নানান ধরনের জটিলতা ও সীমাবদ্ধতার মাঝেও তিনি ছাত্র- ছাত্রীদের স্কুল- কলেজে ভর্তি ,করোনা কালীন সময়ে সাহায্য সহযোগীতা প্রদান,গরীব দু:খি মানুষকে সাহায্য,মসজিদ -মাদ্রাসা,মন্দিরে দান,শীতে কম্বল বিতরন, অসহায়দের চিকিৎসা করানো,মানুষের মুখে হাসি ফোটানোসহ গরীব শিক্ষার্থীদের সহযোগীতা প্রদান করেছেন।এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নার্গিস জাহান ইতিমধ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো…..

” প্রিয় নেছারাবাদ উপজেলার ভোটার বৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের ভোটে গত উপজেলা নির্বাচনে আমাকে ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত করেছেন । এবারও আমি ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া ও সহযোগীতা করবেন।। উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন নার্গিস জাহানের সমর্থকরা।

নার্গিস জাহান জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নারী নেতৃত্বকে প্রধান্য দিয়ে আসছেন । তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ নিতে চাই।

 

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *