বাংলাদেশ খুলনা

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ

04.02.24 1
print news

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। রোববার সকালে ল²ীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়।

পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় চিংড়ি ক্লাস্টার ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নিরিবিলি শ্রিম্প এর টেকনিক্যাল এ্যাডভাইজার মনমথ নাথ সরকার। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কওছার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, ইউপি সদস্য পলাশ রায়, চিংড়ি চাষী গোলক মন্ডল, সিরাজুল ইসলাম, কামাল আহম্মেদ, অতুল, মানষ কুমার ও নারায়ণ সরদার। কর্মশালায় বাগদা চিংড়ির পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করেন অতিথিবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাস্টারের চিংড়ি চাষীরা অংশগ্রহণ করেন।

পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহত্যা

পাইকগাছায় ল²ী রানী মন্ডল (৬১) নামে এক মহিলা গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধু ল²ী রানী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। অপরদিকে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করেছে। মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময় আমার মা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্মীয় বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।

পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ

পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিমুন কিয়া গ্রামের মৃত্যু ছালাম হাওলাদারের ছেলে শওকত হাওলাদার ইজারা নিয়ে ৭০ বিঘা জমিতে ৩ বছর ধরে মৎস্য চাষ করে আসছে। তিনি মালিকনায় ২৪ বিঘা, সোনারতরী সমিতির নিকট হতে ১৮ বিঘা ও পানিউন্নয়ন বোর্ডের এফসিডিআরের ২৭ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করছেন। গত শুক্রবার সকাল ১১ টার দিকে একই এলাকার কুমারেশ মন্ডল (৪৫), রথিন মন্ডল (৪৮), মানষ মন্ডল (৪২), বিধান মন্ডল (৫০), বিদ্যুৎ মন্ডল (৪৮), তারক মালী (৫০) মৎস্য ঘেরে প্রবেশ করে দখল করার চেষ্টা করলে লোকজন বাঁধা দেয়। সে সময় তারা আমাকে সহ আমার লোকজনকে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তারা জবর দখলের কার্য্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয় কুমারেশ মন্ডল, রথিন মন্ডল জানান, সোনারতরী সমিতির এফসিআর ও কিছু মালিকানা জমি আমরা ইজারা নিয়েছি। সে জমিতে আমরা বাঁধ দিয়েছি। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *