শাহীন রহমান, পাবনা : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকান্ডে আসাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বসতবাড়ি ও মুরগীর খামার পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। ব্যবসায়ী আসাদুল ওই মহল্লার আবুল হোসেনের ছেলে। এতে ওই ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। সরেজমিন গিয়ে জানা গেছে, পৌর শহরের পুরাতন বাজারে ছোট্ট একটি মুদি দোকানের পাশাপাশি বাড়িতে মুরগীর খামার করে সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ী আসাদুল ইসলাম। কিন্তু রবিবার দুপুরে হঠাৎ করেই তার বাড়িতে আগুন লাগে। এতে দুই বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, খাদ্য সামগ্রীসহ বাড়ির উঠানে করা খামারের ২৫০টি মুরগী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ আসাদুল ইসলাম।
চাটমোহর ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষতির পরিমান নিরুপণ করার পরই বলা যাবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত