পেকুয়ায় আলেমদের সাথে মুকুলের মতবিনিময়


মোঃ আজিজুল হক,পেকুয়া : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম,খতিব ও স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় করেন। রোববার (৪ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মিয়াপাড়ার নিজ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা জহিরুল সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ কে এম মহিউদ্দিন বাবর মুকুল বলেন, আলেম ওলামারা সমাজের সর্বজন সম্মানিত ব্যক্তি তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান রয়েছে । উপস্থিত আলেমদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের মতামতের উপর নির্ভর করবে আমার আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেব কিনা। আপনাদের আন্তরিক সমর্থনে আমি নির্বাচিত হলে পেকুয়া উপজেলার সকল ইউনিয়নের আলেম ওলামাদের নিয়ে একটি কমিটি করে সকল আলেমদের পরিবারকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত আলেমগণ হাত তুলে সমর্থন জানান।
সভাপতি বক্তব্যে মাওলানা কামাল উদ্দিন বলেন, আমরা পেকুয়ার আলেম সমাজ মুকুল ভাইয়ের ডাকে এখানে এসেছি,তিনি ন্যায়ের পথে আছে তাই আমরা মুকুল ভাইকে সহযোগিতা করবো।
বক্তব্য রাখেন,মগনামা আজিজিয়া জামিউল উলুম মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা ইয়াসিন সোলতানি,পেকুয়া পুরাতন জমিদার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবদুল খালেক, মাওলানা বশির আহমদ ওসমানী,মাওলানা আবুল আহমদ,মাওলানা হাবীব উল্লাহ প্রমুখ।মতবিনিময় সভায় মাওলানা মুফতি আবদুল জলিল,মাওলানা জসিম উদ্দিন মেহেরীসহ উপজেলার বিভিন্ন মসজিদের ৫শতাধিক ইমাম,খতিবগণ উপস্থিত ছিলেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news