পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা


এম আবু হেনা সাগর,ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফাইনাল পর্ব শুরু হয়েছে।
৪ ফেব্রুয়ারি সকাল এগারটায় বিদ্যালয়ের মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইনজীবী ও রাজনীতিবীদ এড.একরামুল হুদা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য কবির আহমদ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদুল হক, পোকখালী আওয়ামীলীগ সাবেক সভাপতি মোজাহের আহমেদ,ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম, মুসলিম বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক মো: বেলাল উদ্দিন বেলাল,স্কুল কমিটির সদস্য আকতার উদ্দিন, সাবেক মেম্বার সৈয়দ নূর,ঈদগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, অর্থ সম্পাদক ওসমান গনি ইলি, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিম, স্বেচ্ছাসেবক লীগের নেতা জাহাঙ্গীর আলম,শওকত আলমসহ শিক্ষক- শিক্ষিকা,স্থানীয় লোকজন ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন শেষে আলাদা পরিসরে গঠিত চারটি হাউজ শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। শিক্ষার্থীরা অতিথিদেরকে পিঠাপুলি দিয়ে আমন্ত্রিত করেন।
জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শপথ বাক্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news