সাইফুল, বরিশাল বিশ্ববিদ্যালয় : বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান চলতি বছরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য বদরুজ্জামান ভূঁইয়া। রোববার বেলা ১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।উপাচার্য ড. বদরুজ্জামান বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো সমাবর্তন আয়োজন করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছরই প্রথম সমাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। ববি থেকে যেসব মেধাবী ছাত্রছাত্রী পাস করেছে তারা এ সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক। রোববার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কুশল বিনিময় করে সমাবর্তনে অংশগ্রহণের কথা বললে তিনি আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত