কার্গোতে থাকা শ্রমিকরা অভিযোগ করেছে, সঠিক সাইড ধরে কার্গোটি বাগেরহাটের মোল্লারহাটে যাওয়ার জন্য গাবখান চ্যানেল অতিক্রম করছিল। কিন্তু বিপরীত দিকের জাহাজটি কোনো সাইড না দিয়েই কার্গোটির পাশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
: দেশের একমাত্র কৃত্রিম নৌপথ ঝালকাঠির গাবখান চ্যানেলে জাহাজের ধাক্কায় ছোট আকারের আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জেলা সদরের কেওড়া ইউনিয়নের সারেঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান জানান, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট ও ভোজ্যতেল নিয়ে নূর মদিনা নামের কার্গো জাহাজটি বাগেরহাটের মোল্লারহাটে যাচ্ছিল। সারেঙ্গল এলাকায় বিপরীত দিকে আসা মারিয়া রহমান-৩ নামের একটি জাহাজ পাশ থেকে ধাক্কা দেয়।তাতে নূল মদিনার তলা ফেটে গিয়ে গাবখান চ্যানেলে মালামালসহ ডুবে যায়। এসময় সেখানে থাকা চালকসহ ৪ নাবিক সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত