ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচের বিদায়


মো খোকন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল এবং স্কুলের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান উকিল (আবদু মিয়া) এর ৮৬-তম মৃত্যুবার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার বেগম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম, দুই সহকারী শিক্ষক নূরুল ইসলাম ভূইয়া ও মো. নূরুল হোসেন, সাবেক সহকারী শিক্ষক আব্দুর রহিম,নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রর্বতী শ্যামল, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবিব,স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু সহ আরো অনেকেই।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী, মনোরমা দেবী ও মো. খলিলুর রহমান খলিল।আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কোরআন তেলওয়াত ও হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার হিসেবে বিভিন্ন বই তুলে দেয়াহয়।পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আমির হোসেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news