এম আবু হেনা সাগর,ঈদগাঁও: জেলার স্বনামধন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।৮ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল দশটায় বিদ্যালয়ের মোকতার আহমদ মিলনায়তনে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাঈল।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য,শিক্ষক-শিক্ষিকা,বিদায়ী ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক বর্তমান শিক্ষার্থীরা উপ স্থিত ছিলেন।শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন নওরীন পুষ্প ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে রিহাম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল হুদা।বিদ্যালয়ে বিদায় সংবর্ধনাকে ঘিরে প্রবেশপথ কে অপরুপ রুপে সাজানো হয়েছে। বিকেলে বিদায়ী শিক্ষার্থীরা পাঁচ বছর পর শিক্ষকদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়। সকলের চোখের কোনায় যেন জল।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত