কাতারে ‘ট্রেডমার্ক বাইক জোন’র যাত্রা শুরু


আবুল কালাম ফয়সাল,কাতার প্রতিনিধি : কাতারে ট্রেডমার্ক গ্রুপ কাতারেবেকার প্রবাসীদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এরই ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত নিউ মদিনা মুররা এলাকার তালাবাত মার্টের পাশে গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠান ‘ট্রেডমার্ক বাইক জোন’ এর যাত্রা শুরু হয়।গ্রুপের স্পন্সর খালেদ বিন আহমেদ সালাহ এবং আবু বক্কর বিন সাইদ আব্দুল্লাহকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।গ্রুপের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক সি.এম. হাসান এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি আবদুল আলী। দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম। বক্তব্য রাখেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর ইকবাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার, এডমিন ম্যানেজার মোহাম্মদ আবু হানিফ, আব্দুল মোতালেব, আবুবক্কর চৌধুরী, সাইফুল ইসলামসহ আরো অনেক।রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সাহসী উদ্যোগ গ্রহণ করার জন্য প্রতিষ্ঠান দুটির উদ্যোক্তাকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, বিদেশে প্রবাসীদের এ ধরণের উদ্যোগের ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির বিকাশ ঘটবে।
উদ্যোক্তারা নতুন গ্যারেজে সকল প্রকার বাইকের রিপারিং, ম্যানটেনেন্স, সকল প্রকার পার্টস সমূহ বিক্রয়, ফিটিং করা, নগদে ও সহজ কিস্তিতে নতুন বাইক বিক্রয় করা হবে। তারা প্রবাসী বাংলাদেশীদের গ্যারেজের সকল সুবিধা গ্রহণ করার আহবান জানান।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news