দশমিনায় অশ্লীল লেখা টিসার্টে এস.এস.সি পরীক্ষার্থীদেরকে বিদায়


আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের দশমিনা সরকারী মডেল
মাধ্যমিক বিদ্যালয়ে অশ্লীল লেখা সম্বলিত টিশার্ট পরে
এস.এস.সি ২৪ সালের পরীক্ষার্থীদেরকে বিদায় অনুষ্ঠানে
অংশগ্রহন করতে দেখা যায়। এই নিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় উপজেলা জুড়ে
তোলপাড় শুরু হয়। বিদ্যালয়টিতে অপসংস্কৃতি উৎসাহ কারা
দিচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি
সরকারী হওয়ার পর থেকেই বিভিন্ন কারনে সমালোচনার মুখে
পড়েছে। চলতি বছর এই বিদ্যালয় থেকে ২৫৩ জন শিক্ষার্থী
এস.এস.সি পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষা উপলক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ
পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়
অনুষ্ঠানে কতিপয় শিক্ষার্থী অশ্লীল টিশার্ট পরে অনুষ্ঠানস্থলে
ছবি তোলে ও ফটোসেশনে অংশ নেয়। বিদায় অনুষ্ঠানের এই ছবি
ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়ায়
তা ভাইরাল হয়ে যায়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সালাউদ্দিন সৈকত কোন বক্তব্য পাওয়া যায়নি। দশমিনা উপজেলা
নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান,বিদায়
অনুষ্ঠানে কোন অশ্লীলতা করার সুযোগ নেই। তবে অভিযোগ
পেলে ব্যবস্থা নেয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news