পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সড়ক বিভাগের একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার বিরুদ্ধে হেলিকপ্টার কেনার অভিযোগ উঠেছে। আর তারই অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। চাকরি করেন সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে। শুনতে অবাক লাগলেও এমনই অভিযোগ উঠেছে পিরোজপুর সড়ক বিভাগের কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে। বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। ২ মেয়ে আর ১ ছেলে। ছেলে খুলনায় পড়াশুনা করে। সব মিলিয়ে মাসিক বেতন তার প্রায় ৬০ হাজার টাকা। চাকরির প্রায় শেষ পর্যায়। পিরোজপুর সড়ক বিভাগে কর্মরত আছেন প্রায় ৬ বছর। অতিসম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার মালিকানায় হেলিকপ্টার থাকার।
এত অল্প টাকা বেতনে চাকরি করে কি করে তার আকাশ যান থাকতে পারে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে। তবে তিনি তা অস্বীকার করে বলছেন যার নামে কোনো গাড়িই নেই, তিনি কি করে হেলিকপ্টার কিনবেন। তার বিরুদ্ধে অপপ্রচার চলছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছেন। তিনি জানান, জাকিরের বিরুদ্ধে অর্থনৈতিক কোনো অভিযোগ তার কাছে আসেনি। তবে ঘটনার সত্যতা পেলে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলছেন, জাকির হোসেন বা তার পরিবারের কোনো সদস্যের হেলিকপ্টারের মালিকানা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যাবে। জাকির হোসেনের আদৌ কোনো হেলিকপ্টার রয়েছে কিনা সে ব্যাপারে জানার আগ্রহ সাধারণ জনগণের। তবে সে বিষয়টি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে দুদকের তদন্ত রিপোর্ট পর্যন্ত।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত