বেইলি রোডে আগুনে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক


ঢাকা প্রতিনিধি: জধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর ভবনে ২৯ ফেব্রুয়ারি রাতে ধরা আগুনে দগ্ধ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ রোগীদের পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।বেইলি রোডের বহুতল ভবনটির আগুনে প্রাণ গেছে ৪৬ জনের। এ আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
দগ্ধদের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বেইলি রোডের একটা মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে প্রায় ৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছে, সেই দুর্ঘটনায় আমাদের এখানে এখন ১১ জন রোগী আজকে সকালে ছিল। কিছুক্ষণ আগে আমরা রাউন্ড দিয়েছি। আমার সাথে এখানকার সমস্ত যারা সিনিয়র প্রফেসর ছিলেন, ডিজি সাহেব (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) আমাদের ভাইস চ্যান্সেলর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি)…তারপর আমাদের একটা মেডিক্যাল বোর্ড বসাই।
‘সেই মেডিক্যাল বোর্ডে সদস্য হচ্ছে আমাদের এখানে যে মেডিক্যাল বোর্ডটা করি আমরা, ১৭ জন সদস্য, যার প্রধান হিসেবে আমি কাজ করি। আমরা এই রোগীগুলা দেখি। ১১ জনের মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি যে, ছয়জনকে আমরা ছেড়ে দেব। আর পাঁচজন থাকবে।’তিনি আরও বলেন, ‘যে ছয়জনকে ছেড়ে দেব, তারা মোটামুটি ভালো আছে। তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আছে। আর পাঁচজন যে থাকবে, তারা এখনও কেউ শঙ্কামুক্ত না।আগুনে দগ্ধদের খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করবেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কালকে (শুক্রবার) রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বঙ্গভবনে এটাকে নিযে এই সমস্ত রোগীদের জন্য বলছেন যে, যতটুকু কেয়ার নেয়া দরকার, সেই কেয়ার নেয়ার কথা এবং সমস্ত চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বহন করবে এবং সেই অনুযায়ী আজকে উনি আমাদের এখানে একটা উনার ফান্ড আছে, সেই ফান্ডে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন আজকে সকালে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়