ইত্তেহাদ অনলাইন ডেস্ক : কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান নিয়ে বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই ধারাবাহিকতায় টলিপাড়ার নববিবাহিত তারকা দম্পতির বিবেক নিয়ে অনেকের সঙ্গে এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।অভিনেত্রীর সোজাসাপটা মত, নিরাপত্তারক্ষী ও ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ- এই শব্দগুলো উল্লেখ করে সমাজকে নিজেদের কদর্য রূপটা দেখিয়ে দিল ওরা।তারকা বিধায়ককে বিঁধে শ্রীলেখা মিত্র বলেন, কাঞ্চনকে তো আমি আজ থেকে চিনি না। তৃণমূলের রুচির সঙ্গে আমার রুচি কখনোই মিলবে না।
সংবাদ প্রতিদিন বলছে, আয়োজনের কলেবর যত এলাহি হোক না কেন, রিসেপশনের গেটে যে ‘সতর্কীকরণ’ লেখা, তাতে চোখ গেলে চমকে উঠতে হয়! নিরাপত্তারক্ষী ও গাড়িচালকদের প্রবেশ নিষিদ্ধ। কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের এমন কার্ড ইতোমধ্যেই দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়।একজন জনপ্রতিনিধির মন-মানসিকতার এমন ‘রূপ’ দেখে বিরক্ত নেটপাড়ার একাংশ। বৃহস্পতিবার কাঞ্চন-শ্রীময়ী রিসেপশনের কার্ড শেয়ার করে প্রতিবাদ করেছেন শ্রীলেখা। পরে সংবাদ প্রতিদিনের সঙ্গে কথাও বলেন তিনি।গত ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ২ মার্চ পারিবারিক সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তারা। সোমবার ঘরোয়া বউভাতের অনুষ্ঠান হয়। আর বুধবার তারকাখচিত রিসেপশন হয় পার্কস্ট্রিটের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েতে। সেখান থেকেই ভাইরাল হয় রিসেপশনের বোর্ডে উল্লেখ করা নিষিদ্ধকরণ কথা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত