বাউফলের কেশবপুর ইউপি উপনির্বাচনে অপু চেয়ারম্যান নির্বাচিত


পটুয়াখালী প্রতিনিধি : বাউফলের কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকের প্রার্থী এনামুল হক অপু ৭ হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আ. মালেক মিয়া পেয়েছেন ৩ হাজার ২৯০ ভোট।শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।কেশবপুরে মোট ভোটার ২৫ হাজার ২৯০ জন। এদের মধ্যে ১৩ হাজার ৭০ জন পুরুষ এবং ১২ হাজার ২২০ জন নারী ভোটার। ভোট প্রয়োগ করেছেন ১২ হাজার ৫৬৬ জন। প্রয়োগকৃত ভোটের হার ৪৯ দশমিক ৬৮ শতাংশ।
২০২৩ সালের ১৪ আগস্ট কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ কারণে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়