মাসুদ রানা,ইত্তেহাদ নিউজ,ঢাকা : সেবা ও সদাচার, ডিএমপি'র অঙ্গীকার এই মূল প্রতিপ্রাদ্য বিষয়টি সামনে রেখে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ও কিশোর হেয়ার কাটিং উপলক্ষে কামরাঙ্গীরচর থানার সেলুন মালিক ও কর্মচারীদের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম),বিশেষ অতিথি ছিলেন হাজী মোঃ আবুল হোসেন সরকার ,সভাপতি কামরাঙ্গীরচর থানা আওয়ামীলীগ,হাজী মোঃ সোলাইমান মাদবর,সাধারন সম্পাদক কামরাঙ্গীরচর থানা আওয়ামীলীগ,নুরে আলম চৌধুরী,৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর,মোহাম্মদ হোসেন ,৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর,হাজী মোঃ সাইদুল ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী আক্তারসহ কামরাঙ্গীরচর থানার সেলুন মালিক ও কর্মচারীবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন,বর্তমানে কিশোর গ্যাং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ‘আমরা চাই না তারা ড্রাগ (মাদক) নিয়ে নষ্ট হয়ে যাক।বিষয়গুলোর প্রতি পরিবারের সদস্যদের সচেতনতার পাশাপাশি আপনাদের ও দায়িত্ব রয়েছে এই যে একটা ছেলে আপনাদের সেলুনে আসলে আপনারা তার মতো করে রংচং মাখিয়ে চুল কেটে দিতে পারেন না,তাদের যেভাবে সুন্দর লাগবে সেইভাবে আপনারা তাদের চুল কেটে দিবেন যাতে করে তাদের দেখতে বখাটে না লাগে বলেও জানান তিনি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত