ইত্তেহাদ নিউজ ডেস্ক : তুরস্ক আকাশ ও সমুদ্রপথে গাজায় ৪০ হাজার টন মানবিক ত্রাণ পাঠিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।তিনি জানিয়েছেন, গাজায় প্রেরিত সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিত্সা সরঞ্জাম এবং আশ্রয় সামগ্রীর সরবরাহের পাশাপাশি ৫৩টি অ্যাম্বুলেন্স, ১,৫৫১ জেনারেটর, আটটি ফিল্ড হাসপাতাল এবং তিন হাজার তাঁবু রয়েছে।ইস্তাম্বুলভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভায় এরদোগান বলেন, তুর্কি রেড ক্রিসেন্টের আরেকটি জাহাজ তিন হাজার টন ত্রাণ নিয়ে রোববার মিসরের আল-আরিশ বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আমরা পবিত্র রমজান মাস জুড়ে এই সাহায্যের পরিমাণ আরও বাড়াব।গাজার গণহত্যা প্রতিরোধে প্রায় ২ বিলিয়ন জনসংখ্যার মুসলিম বিশ্বের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এরদোগান। তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সত্যিকারের ভ্রাতৃত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব।গাজায় মানবতাবিরোধী অপরাধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, মুসোলিনি এবং স্ট্যালিনের সঙ্গে তুলনা করেছেন তিনি।এরদোগান বলেন, ৭ অক্টোবর থেকে গাজায় যা ঘটছে তা সহ্যের বাইরে চলে গেছে। গণহত্যাকারীদের আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহি নিশ্চিত করার জন্য তুরস্ক কাজ করে যাবে।
সূত্র: ডেইলি সাবাহ
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত