গৌরনদীতে ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ


গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে একটি বেসরকারি ক্লিনিকের ডা. সামিউল ইসলামের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও দায়িত্ব অবহেলায় দ্বীপায়ন রায় (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৯টার দিকে গৌরনদী উপজেলার টিএন্ডটি মোড় সংলগ্ন শিকদার ক্লিনিকে এ ঘটনা ঘটে।দ্বীপায়ন উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের দুলাল রায়ের ছেলে। সে কারফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।দ্বীপায়নের বাবা দুলাল রায় অভিযোগ করে বলেন, আমার ছেলে দ্বীপায়ন রায় জ্বর, বমি ও মাথার ব্যথায় আক্রান্ত হলে গত ১১ মার্চ দিবাগত রাত ১১টার দিকে গৌরনদী শিকদার ক্লিনিকে এমবিবিএস ডা. সামিউল ইসলামের অধীনে ভর্তি করি। সেখানে একদিন চিকিৎসারত থাকা অবস্থায় দ্বীপায়নের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার রাতে শিশু দ্বীপায়ন বেশি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে দ্বীপায়নকে রেফার্ডের অনুরোধ করেছিলাম ডাক্তারকে। আমাদের কথায় ডাক্তার কর্ণপাত না করে ক্লিনিক থেকে আমার ছেলেকে ছাড়তে রাজি হয়নি ও রেফার্ডও করেননি। ওই ক্লিনিকের ডা. সামিউলের ভুল চিকিৎসা ও দায়িত্ব অবহেলার কারণে বুধবার সকাল ৯টার দিকে আমার ছেলে দ্বীপায়ন মারা গেছে। আমি ওই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।ওই ক্লিনিকের ডা. সামিউল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। থানা পুলিশ ও ছাত্রলীগের ২ নেতার উপস্থিতিতে ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই- এ মর্মে মারা যাওয়া দ্বীপায়ন রায়ের স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়ে গেছেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়