ঢাকা প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা আদদ্বীন হাসপাতালে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তাছিয়া জাহান তনায়া (১২)। সে সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী।নিহতের পিতা মনিরুজ্জামান জানান, আমার মেয়ে পেটে ব্যথা অনুভব করলে সোমবার আদদ্বীন হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার বলেন, এটা এপেন্ডিসাইটিসের ব্যথা। তারপর অপারেশন করার কথা বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেন ডাক্তার।স্বজনরা জানান, মঙ্গলবার (১৯ মার্চ ) দুপুর ২টার দিকে ওটিতে হেঁটে যায় তাসনিয়া জামান তনয়া। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এদিকে, এ ঘটনায় হাসপাতাল ঘিরে রেখেছেন স্বজনরা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত