ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে শিশু হত্যা মামলায় এক যুবকের ফাঁসি ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাসুদুর রহমান এ রায় দেন। এ সময় শাহাদাত হোসেন নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়। মামলার তিন আসামি শিশু আদালত থেকে খালাস পায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইয়াসিন জামাদ্দার (২০)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম রেহেনা বেগম (৪৫)।মামলার বিবরণ থেকে জানা যায়, কাঠালিয়া উপজেলার জোড়খালি গ্রামের শাহীন জমাদ্দারের মেয়ে মাদ্রাসা যাতায়াতের পথে প্রতিবেশী ইয়াসিন জমাদ্দার উত্ত্যক্ত করত। এতে তার ভাই মেহেদী হাসান (৮) বাধা দিলে তার ওপর ইয়াসিন ক্ষিপ্ত হয়।
২০১৫ সালের ২৮ আগস্ট বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু মেহেদী হাসান। পরে ওই বছরের ৩১ আগস্ট বিকেলে স্থানীয় আনসার আলীর বাগানে ক্ষতবিক্ষত অবস্থায় মেহেদীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেহেদী হাসানের বাবা শাহিন জমাদ্দার প্রতিবেশী তিন শিশুসহ ছয়জনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা দায়ের করে।২০১৭ সালের ৩০ ডিসেম্বর সর্বশেষ ঝালকাঠি সিআইডির এসআই সিদ্দিকুর রহমান আদালতে অভিযোগপত্র দান করেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আ.স.ম. মোস্তাফিজুর রহমান মনু ও আসামিদের পক্ষে নাসিরুদ্দিন কবির মামলা পরিচালনা করেন। এই মামলার আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন ও অপর তিন শিশু আসামিকে শিশু আদালত থেকে খালাস প্রদান করা হয়।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত