রাজনীতি

৯৫ ভাগ মানুষ বন্দি: এবি পার্টি

image 787758 1711122722
print news

ঢাকা প্রতিনিধি :  আমার বাংলাদেশ পার্টি (এবি) আয়োজিত মাসব্যাপী গণইফতারের ১১তম দিনে অসহায় মানুষের সঙ্গে অংশ নেন গুম হওয়া পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’র সমন্বয়ক সানজিদা ইসলামসহ কয়েকটি গুম পরিবারের সদস্যরা।গুমের শিকার শত শত পরিবার নিয়ে গত এক যুগ ধরে কাজ করছে ‘মায়ের ডাক’। সানজিদা ইসলামের ভাই সাজেদুল ইসলাম সুমন গুমের শিকার হন ২০১৩ সালের ডিসেম্বর মাসে, বিএনপির রাজনীতি করতেন বলে তাকে গুম করার অভিযোগ রয়েছে।ভাইকে খুঁজে ফেরার লড়াই থেকে প্রতিষ্ঠা করেন ‘মায়ের ডাক’ নামক মানবাধিকার সংগঠন; যা পুরো দুনিয়ার মানবতাবাদী মানুষ এবং সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মায়ের ডাক’র প্রতিনিধি সংগঠকরা আজ গণইফতারে অংশ নেন।গণইফতার-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সানজিদা ইসলাম, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।সানজিদা বলেন, প্রিয়জনকে হারানোর কষ্টের যেন শেষ নেই। কারণ আমরা আমাদের ভাই এবং স্বজনদের কারো মৃত্যুর খবর পাইনি, জানাজা দিয়ে কারো লাশ দাফন করতে পারিনি। বছর শেষে বিশেষ কোন দিনে দোয়ার আয়োজন করা বা কবর জেয়ারত করতে পারছি না। কারণ আমরা জানি না ওনারা বেঁচে আছেন না রাষ্ট্রীয় বাহিনীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন, নাকি এখনো আয়না ঘরে বন্দি আছেন। এই অজানা আশঙ্কায় দিন কাটানোর বেদনা গুমের পরিবার ছাড়া অন্য কেউ বুঝবে না। আজকের গণইফতারে উপস্থিত সবার কাছে আমরা দোয়া চাই। চলমান বেঁচে থাকার লড়াইয়ে আপনাদের সমর্থনই আমাদের পাথেয়।এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অনেক প্রাণের বিনিময়ে যে গণপ্রজাতন্ত্র আমরা কায়েম করতে চেয়েছিলাম- সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের ভিত্তিতে, তা পাঁচ যুগ পেরিয়ে অধরাই রয়ে গেল। অবৈধ সরকারের সমালোচনা করা সংবিধানসিদ্ধ হলেও বাকশালসিদ্ধ নয়।তিনি বলেন, বৈষম্য আর অধিকারের প্রত্যয় নিয়ে যে দেশে মুক্তির লড়াই হয়েছিল, সে দেশের ৯৫ ভাগ মানুষের অধিকার আজ আওয়ামী দখলদারদের হাতে বন্দী হয়ে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সব কিছুই হারিয়ে গেছে নিজ দেশের আওয়ামী হানাদারদের হাতে। চেতনার খোলসে নির্বাচন ও ভোটকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ ইয়াহিয়া আর আইউব খাঁনের সামরিক শাসন কায়েম করে রেখেছে গণতন্ত্রের মোড়কে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নাগরিকদের করের টাকায় তাদের গুম, খুন ও জেলে বন্দি করার মহোৎসব চলছে গত দেড় যুগ ধরে। আমরা এগুলোর অবসান চাই। সেজন্য দরকার সম্মিলিত লড়াই, প্রতিবাদ ও গণআন্দোলন।গত দেড় যুগ আগে গুম হয়ে যাওয়া শত শত পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাসরিন জাহান স্মৃতি। যার স্বামী ইসমাইল হোসেন বাতেনকে ২০১৯ সালের ১৯ জুন গুম করা হয়, তার মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে।নাসরিন স্মৃতি বলেন, প্রায় পাঁচ বছর হতে চলেছে আমরা কোন খবর পাচ্ছি না; পুলিশ, র্যাব থেকে শুরু করে এই রাষ্ট্রের কেউ সহযোগিতা করছে না। আমার দুটো নিষ্পাপ সন্তান নিয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যে আর পারছি না; কিন্তু আমরা লড়াই করে বেঁচে থাকতে চাই আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে। আমরা কৃতজ্ঞ ‘মায়ের ডাক’সহ দেশি ও বিদেশি মানবাধিকার সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে যারা আমাদের সাহস ও শক্তি জুগিয়ে যাচ্ছেন বছরের পর বছর থেকে।গণইফতারে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হক, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক, যুগ্ম সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *