সংবাদ এশিয়া

ভারতে নেওয়া হলো বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে

56b9b73491db31afdaa948c1730148b6 65fe799f5a060
print news

ইত্তেহাদ  নিউজ ডেস্কভারতের মাটিতে বিচারের জন্য ৩৫ সোমালি জলদস্যুকে দেশটিতে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ওই ৩৫ জলদস্যুকে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে করে তাদের মহারাষ্ট্রের মুম্বাইয়ে নেওয়া হয়েছে।গত ১৬ মার্চ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাইয়ে ব্যবহৃত মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনকে ১৭ নাবিকসহ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ওই জাহাজ জিম্মি করে রাখা ৩৫ সোমালি জলদস্যুও আত্মসমর্পণ করে সেদিন। জিম্মি উদ্ধারে নেতৃত্ব দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস কলকাতা।ভারতীয় উপকূল থেকে প্রায় ১ হাজার ৪০০ নটিক্যাল মাইল (২ হাজার ৬০০ কিলোমিটার) দূরে জলদস্যুর কবলে থাকা জাহাজ রুয়েনের গতি রোধ করে আইএনএস কলকাতা। এ কাজে আরেক রণতরি আইএনএস সুভদ্রা, হেল আরপিএ, পি৮ আই সামুদ্রিক টহল বিমান এবং মেরিন কমান্ডো বাহিনী মার্কোসের প্রহর (১৮ জন) দল সি-১৭ এয়ারক্রাফট থেকে অবতরণ করে এই অভিযানে সহায়তা করে।সেই থেকে ৩৫ জলদস্যু আইএনএস কলকাতায় ছিল। অভিযানের পরপরই জলদস্যুদের ভারতীয় আইনে বিচারের কথা জানিয়েছিল দেশটি। তারই ধারাবাহিকতায় আজ শনিবার তাদের মুম্বাইয়ে নেওয়া হয় আইএনএস কলকাতায় করেই। এ বিষয়ে এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী বলেছে, ‘ধরা পড়া ৩৫ জলদস্যুসহ আইএনএস কলকাতা মুম্বাইয়ে ফিরেছে ২৩ মার্চ।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে এমভি রুয়েন ছিনতাই হয়। এই জাহাজ থেকেই জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নিয়েছে বলে ইইউ নেভি বলছে। সর্বশেষ ১২ মার্চ ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে নিজেদের দখলে নেয় সোমালিয়ার জলদস্যুরা। তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *