মুক্তি পাবে ‘ক্রু’


ভারতের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউডের নতুন সিনেমা ‘ক্রু’। নারীপ্রধান গল্পের এই সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে দেশের সবচেয়ে বড় ও সফল চেইন স্টার সিনেপ্লেক্স। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা- টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন।সংবাদমাধ্যম অনুযায়ী, আগামী ২৯ মার্চ বিশ্বের নানা দেশের সঙ্গে একই সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। চলবে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। এমনটাই জানান প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা ও গণমাধ্যম মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।সরকারি নীতির বাইরে কিছু করবেন না জানিয়ে তিনি বলেন, দুই ঈদে বা উৎসবে বিদেশি ছবি দেশে মুক্তি দেওয়া যাবে না। তাই ঈদের দিন থেকে আর চালাবো না। চাঁদ উঠলেই সিনেমাটির প্রদর্শনী ক্লোজ করবো। তাছাড়া এবার দেশেই যে পরিমাণের বড় ও ভালো সিনেমা মুক্তি পাচ্ছে, সেগুলোর পর্যাপ্ত শো দিতেই আমাদের হিমশিম খেতে হবে বলে মনে হচ্ছে।এই কর্মকর্তা জানান, হলিউডের সিনেমার পাশাপাশি এখন থেকে স্টার সিনেপ্লেক্স বলিউডসহ বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমাও নিয়মিত আমদানি করতে চান। যার শুরুটা করলেন বলিউডের ‘ক্রু’ দিয়ে।রাজেশ কৃষ্ণন পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা ও কৃতি। মূলত এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে নির্মিত চলচ্চিত্র এটি। যেখানে বিমানবালার জীবন, ক্যারিয়ার, আকাঙ্ক্ষাসহ নানান জটিলতার গল্প উঠে আসবে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়