প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী ভাঙ্গায়


ঢাকা প্রতিনিধি : প্রেমের টানে এবার মালয়েশিয়ান তরুণী ভাঙ্গায় এসেছেন। রোববার রাতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রাতেই ঢাকার একটি হোটেলে দুই লাখ টাকা দেনমোহরে প্রেমিককে বিয়ে করেন প্রেমিকা মালয়েশিয়ান তরুণী।প্রেমিক শামীম হোসেন উপজেলার খারদিয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে। মালয়েশিয়ান তরুণী সুয়াইলা বিনতে আব্দুর রহমান।জানা যায়, মালয়েশিয়ায় গত চার বছর আগে পারিবারিকভাবে সুয়াইলার বিয়ে হয়। এর এক বছর পর প্রথম স্বামীকে তিনি ডিভোর্স দেন। তারপর ওই তরুণী নিজে একটি ফুলের দোকান দিয়ে ফুলের ব্যবসা শুরু করেন। অপরদিকে শামীম হোসেন ২০২০ সালে কনস্ট্রাকশন ভিসায় মালয়েশিয়া যান। এর দুই বছর পর একদিন ফুলের দোকানে সুয়াইলার সঙ্গে শামীম হোসেনের পরিচয় হয়। তারপর দুজনে অনলাইনে ফুলের ব্যবসা শুরু করেন।পরিচয় থেকে প্রেম, এরপর ঘর বাঁধার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য মালয়েশিয়া থেকে উড়ে সুয়াইলা বাংলাদেশে চলে আসেন। এদিকে বিয়ের পর নববধূ সেজে রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়িতে যান ওই তরুণী। শ্বশুরবাড়ির লোকজন তাকে বরণ করে নেন।নববধূকে একনজর দেখতে শত শত গ্রামবাসী ভিড় জমান শামীমের বাড়িতে।বাংলাদেশে এসে বিয়ে করে কেমন লাগছে জানতে চাইলে সুয়াইলা বলেন, ‘আমি বাংলাদেশে বিয়ে করে খুব আনন্দিত। তারপর শ্বশুরবাড়ির লোকজনের ভালোবাসায় মুগ্ধ। শামীম হোসেনের সঙ্গে ঘর বাঁধতে এক মাসের ছুটি নিয়ে এসেছি। শ্বশুরবাড়ির লোকজন এবং এদেশের মানুষের আচার-আচরণ আমার কাছে খুব ভালো লাগছে। আমি ভীষণ খুশি।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়