বাংলাদেশ ঢাকা

ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ

683a4cb0622bed118cb118fe6a9c6020 6499869db50ca
print news

ঢাকা প্রতিনিধি :  ভাইয়ের মৃত্যুর সাড়ে চার মাস পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ করেছেন এক ব্যক্তি। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে গত রোববার এ সংক্রান্ত লিখিত অভিযোগে খায়রুল বাশার নামে ওই ব্যক্তি ‘চিকিৎসায় অব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও গাফিলতির’ কারণে তার বড় ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্ত দাবি করেছেন।
তার অভিযোগ, তার ভাই ছাতক উপজেলার এলজিইডি প্রকৌশলী আফসার আহমেদ গত ৯ নভেম্বর ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি ডা. স্বপ্নীলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন এবং মৃত্যুর দিন সেখানে এন্ডোস্কপি করাতে গিয়েছিলেন। চিকিৎসায় অব্যবস্থাপনা, অদক্ষতা, অবহেলা ও গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

ডা. স্বপ্নীল বিষয়টি নিয়ে কিছু না বলতে চাইলেও ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এ অভিযোগের পেছনে কিছুদিন আগে একই হাসপাতালে মারা যাওয়া আরেক রোগীর স্বজনদের দুষছেন। তবে আফসার আহমেদের মৃত্যুর ঘটনার বিষয়ে কিছু বলেননি তিনি। রোববার ডা. শামীম গণমাধ্যমকে বলেন, এই কাজগুলো ওই পেশেন্টের (রাহিব রেজা) লোকজন করাচ্ছে। পুরোনো রোগী খুঁজে বের করে। যারা মারা যায় তাদের স্বজনদের ইনসিস্ট করে আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য, যেন তাদের পাল্লাটা ভারী হয়। তাদের ভিত্তিটাকে মজবুত করার জন্য পুরোনো রোগী খুঁজে বের করে। সবাইকে অ্যাপ্রোচ করে, দুয়েকজন হয়তো তাদের কথায় রাজি হয়ে যায়।সম্প্রতি ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে এন্ডোস্কপি করাতে এসে মারা যান রাহিব রেজা নামে এক যুবক। তিনিও ডা. স্বপ্নীলের তত্ত্বাবধানে এন্ডোস্কপি করাতে এসেছিলেন। সে সময় চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে হাইকোর্টে একটি রিট আবেদন করেন রাহিবের পরিবারের তিন সদস্য । তাদের অভিযোগ ছিল, গত ১৫ ফেব্রুয়ারি এন্ডোস্কপি করার পরপরই অ্যানেস্থেসিয়ার কারণে রাহিবের ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। পরে ১৯ ফেব্রুয়ারি আইসিইউতে তার মৃত্যু হয়।একই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে করা অভিযোগে খায়রুল বাশার উল্লেখ করেন, তার ভাই ২০২৩ সালের ৫ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে মামুন আল মাহতাব স্বপ্নীলের কাছে চিকিৎসা নিতে যান। ডা. স্বপ্নীল তাকে দেখে ব্যবস্থাপত্র দেন এবং অ্যান্ডোস্কপি, কোলনস্কপিসহ কয়েকটি পরীক্ষা করানোর পরামর্শ দেন। চারদিন পর ৯ নভেম্বর সকালে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যান। সেখানে তাকে জানানো হয় বিকাল ৪টায় অ্যান্ডোস্কপি করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সকালে শুরু করা হলেও পরীক্ষাটি করা হয় রাত ৮টায়।খায়রুল বাশারের অভিযোগ, ডা. স্বপ্নীল এসে রোগীর শারীরিক অবস্থার কোনো পর্যবেক্ষণ না করে, কোনো ধরনের প্রি-ইভাল্যুয়েশন ছাড়াই অ্যানেস্থিশিয়া প্রয়োগের নির্দেশ দেন। এরপর তিনি টেস্ট করানোর প্রক্রিয়া শুরু করেন। টেস্ট করানোর এক পর্যায়ে আমার ভাইকে আইসিইউতে নেওয়া হয়। কারণ জিজ্ঞেস করলে বলা ভাইয়ের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে। সেদিন রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।অভিযোগে খায়রুল বাশার লিখেছেন, তার ভাই সুস্থ্য অবস্থায় ওই পরীক্ষাটি করাতে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ের ব্যবধানে লাশ হয়ে ফিরেছেন। এ ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তি দাবি করেন মারা যাওয়া আফসার আহমেদের ভাই।এদিকে ভাইয়ের মৃত্যুর সাড়ে চার মাস পর স্বাস্থ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে খায়রুল বাশার গণমাধ্যমকে বলেন, প্রথমে ভেবেছিলাম অভিযোগ করব না। পরে ওই চিকিৎসকের হাতে আরেকজন রোগী মারা গেল। তখন মনে হয়েছে আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টিও সামনে আনা উচিত। কারণ এটা না হলে মানুষ জানতে পারবে না ওই চিকিৎসকের সম্পর্কে।এদিকে একই হাসপাতালে ফেব্রুয়ারিতে মারা যাওয়া রাহিব রেজার মৃত্যু নিয়ে চলতি মাসে করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ওই ঘটনার বিশদ অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দেয়। কমিটিতে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন জ্যেষ্ঠ আইনজীবী রাখতে বলা হয়েছে। পাশাপাশি তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।একই সঙ্গে রুলে চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষায়িত বোর্ড গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রাহিব রেজার মৃত্যুতে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতেও কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও রুলে জানতে চাওয়া হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *