হাতিয়ায় পুকুরে রুপালি ইলিশ


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে পুকুরে ১০ কেজি রুপালি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় আধা কেজির উপরে। বুধবার (২৭ মার্চ) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরে জাল দিলে মাছগুলো ধরা পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের বিশাল এই পুকুরটি চল্লিশটি পরিবার ব্যবহার করে। পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক ব্যক্তি। বিশাল এই পুকুরে তিনি গত সাত দিন ধরে সেচ দিয়ে পানি কমান। বুধবার (২৭ মার্চ) জেলেরা জাল ফেলেন পুকুরে। এ সময় অন্যান্য মাছের সঙ্গে রুপালি ইলিশগুলো ধরা পড়ে। পরে মাছগুলো ওজন করা হলে প্রায় ১০ কেজি হয়। বিগত বছর গুলোতেও এই পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে।স্থানীয় বাসিন্দারা বলেন, ২০২২ সালে এই পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। পরে আবারও পাওয়া গেছে। এই বছর ১০ কেজি ইলিশ পাওয়া গেলো। পুকুরে অনেকগুলো ইলিশ মাছ পাওয়া যাওয়ায় মাছগুলো দেখতে মানুষের ভিড় জমে।পুকুরের লিজ গ্রহীতা আবদুল মান্নান বলেন, প্রায় চল্লিশটি পরিবার ‘যুগান্তর কিল্লা’ গুচ্ছ গ্রামের পুকুরটি ব্যবহার করেন। সাতদিন ধরে পুকুরটি সেচের জন্য মেশিন ব্যবহার করা হয়েছে। আজ (বুধবার) পুরো পুকুরে জেলেদের দিয়ে জাল ফেলানো হয়েছে। সে জালে অন্যান্য মাছের সঙ্গে ১০ কেজি ইলিশ ধরা পড়েছে। মাছগুলো ৫০০ গ্রাম থেকে ৬০০ গ্রামের মধ্যে। মেঘনা নদীর জোয়ার আসলে পুকুরটিতে পানি ঢুকে যায়। আমি পানি ধরে রাখি তাই ইলিশ মাছগুলো জীবিত থাকে।নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের চারপাশ মেঘনা নদী দ্বারা বেষ্টিত প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আসলে নিঝুম দ্বীপের প্রায় সবগুলো পুকুর তলিয়ে যায়। এর মধ্যে যুগান্তর কিল্লা পুকুরটিও ছিল। মূলত জোয়ারের পানি প্রবেশ করায় তখন ইলিশ পুকুরে এসেছে। পানি বের হতে না পারায় মাছ গুলো নিজেদের খাপ খাইয়ে নিয়েছে।জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নিঝুম দ্বীপ নিম্নাঞ্চল। তাই সহজেই জোয়ারে প্লাবিত হয়। ঝড় ও জলোচ্ছ্বাসের সময় জোয়ারের পানি প্রবেশের সময় ইলিশগুলো পুকুরে ঢুকে গেছে। আলাদা কিছু এখানে নেই।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়