ইত্তেহাদ নিউজ ডেস্ক : বলিউডে নব্বইয়ের দশকে ধুমকেতুর মতো আগমন ঘটেছিল তার। একঝলকে দেখে অনেকেরই মনে হয়েছিল এ যেন মাধুরি দীক্ষিতের ফোটোকপি। অভিনেত্রী মাধুরীর সঙ্গে মুখের মিল রয়েছে তার। ক্যারিয়ারের শুরুতে একাধিক সিনেমায় অভিনয় করেই হঠাৎ হারিয়ে যান বলিউড থেকে।তার বাবা বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক শিল্পী জগদীশ মালি। ১৯৯৮ সালে বলিউডে পা রাখেন তার মেয়ে ৷ হয়তো কেউ কেউ চিনতে পারছেন এ নায়িকাকে। তিনি হলেন অন্তরা মালি। ক্যারিয়ারের শুরুতেই বলিউডের বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেন অন্তরা। যদিও সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়।‘ঢুন্ডতে রহে যাওগে’, ’ রোড’, ‘কোম্পানি’, ‘ম্যায় মাধুরী দীক্ষিত বান্না চাহাতি হুঁ’, ‘ডরনা মানা হ্যায়’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি।
নাচের ক্ষেত্রেও বলিউডের ‘ধক ধাক গার্ল’-এর সঙ্গে পাল্লা দিতেন এ নায়িকা। অভিষেক বচ্চন থেকে শুরু করে বিবেক ওবেরয় সবার সঙ্গেই কাজ করেছেন তিনি। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে এসেই হঠাৎ ইন্ডাস্ট্রি ছেড়ে দেন এ নায়িকা।ক্যারিয়ারে একাধিক সাহসী পদক্ষেপ নিয়েছিলেন অন্তরা। পরিচালক রামগোপাল বার্মার একাধিক সিনেমায় অভিনয় করে লাইমলাইটে আসেন তিনি।বলিউড ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ অভিনয় ছেড়ে দেন নায়িকা। এ ইন্ডাস্ট্রির একাধিক তারকার সঙ্গে তার অভিনয়ের পরও হঠাৎ ২০০৫ সালের পর বলিউড থেকে গায়েব হয়ে যান অন্তরা।১২ বছরের ক্যারিয়ারে কোনো সিনেমায় ছাপ রাখতে পারেননি অন্তরা। তবে অভিনয় নিয়ে এক্সপেরিমেন্ট করে তিনি সকলের মন জিতে নিয়েছিলেন। ২০০৫ সালে চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার পরও ‘অ্যান্ড ওয়ান্স এগেন’ সিনেমা দিয়ে আরও কামব্যাক করেন নায়িকা। এমনকী সিনেমার জন্য মাথার চুলও কামিয়ে ফেলতে পিছুপা হননি নায়িকা তারপরও এ সিনেমা ফ্লপ হয়। এবং ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি দূরে চলে যান তিনি।
অন্তরা মালি ২০০৯ সালে চে কুরিয়েনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি মেয়ে রয়েছে। এখন কী করছেন অভিনেত্রী? মেয়ে ও স্বামীর সঙ্গে মুম্বাইয়ে থাকেন অন্তরা। আপাতত বলিউডে ফেরার কোনো পরিকল্পনা নেই মাধুরী দীক্ষিতের মতো দেখেত অন্তরার মালির।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত