ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলে সংঘর্ষে অন্তত ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। দীর্ঘ দিন ধরে চলা সংঘাতে এ নিয়ে চলতি বছর ৫০ বিদ্রোহী নিহত হলো। এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। গেরিলাদের সঙ্গে প্রায় ১৪ ঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলে। বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও গোলাবারুদ জব্দ করা হয়েছে জানিয়ে স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ এএফপিকে বলেছেন, মাওবাদীদের মৃতদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী।পুলিশের পরিসংখ্যান অনুসারে, এই বছর ভারতে ৫০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে এবং আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে।এ দিকে নয়াদিল্লি প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাদের দাবি অনুসারে, বিদ্রোহ ২০২৩ সালে ৪৫টি জেলায় সীমাবদ্ধ ছিল।২০১০ সালে এ সংখ্যা ছিল ৯৬। এ ছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক দশকে বিদ্রোহীদের বার্ষিক নিহতের সংখ্যা দুই-তৃতীয়াংশেরও বেশি কমেছে।
সূত্র : এএফপি
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়