বরিশাল অফিস : বরিশাল নগরীতে ঘুষ নেওয়ার অভিযোগে ট্রাফিক কনস্টবল শফিককে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে এক মোটরসাইকেল চালকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
জানা যায়, অভিযোগকারী ওই মোটরসাইকেল চালক পলাশপুর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে মাহবুব বলেন, মোটরসাইকেলটি পোর্ট রোড বালুরঘাট তরমুজের আড়ৎ এর সামনে রেখে অন্য একটি দোকানে ব্যক্তিগত কাজে যায়। এসে দেখে তার মোটরসাইকেলের সামনে দাড়িয়ে আছে। তার কাছে কাগজপত্র দেখতে তখন তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, তখন তার কাছে এত টাকা নেই কিছু টাকা আছে তা নিয়ে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। একপর্যায়ে ট্রাফিক কনস্টবল শফিককে ৫০০ টাকা দেন। এতেও সহনীয় না হয়ে ট্রাফিক সার্জেন্ট দুলালের কাছে নিয়ে গেলে গাড়িটি আটক দেখিয়ে ট্রাফিক কার্যালয় নিয়ে যায়।
উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক)
এসএম তানভীর আরাফাত জানান, বিষয়টি সাময়িকভাবে জানতে পেরেছি। আপাতত সেই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করে পুলিশসাইন্সে নিয়েছি। ভুক্তভোগীকে একটি লিখিত অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত