খুলনা প্রতিনিধি : রূপসা নদীতে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে অবস্থানরত ১৩ জনের মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন-বাবুর্চি কালাম ও গ্রিজার সাফায়েত। বাকিরা সাঁতরে তীরে উঠেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় রূপসা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড।
ডুবে যাওয়া টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, আমরা মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে কার্গোটিতে সার বোঝাই করে যশোরের নওয়াপাড়া নদী বন্দরে যাচ্ছিলাম। রূপসা রেল ব্রিজের কাছাকাছি আসতেই জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে কার্গোটি রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে কার্গোর সামনের অংশ বেঁকে গিয়ে মাঝের অংশ ফেটে যায়। পরে পানি উঠে ধীরে ধীরে ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তিনি জানান, কার্গো জাহাজটিতে ১ হাজার ১৪০ টন টিএসপি সার ছিল।
প্রত্যক্ষদর্শী মাথাভাঙ্গা স্লুইসগেট খেয়াঘাটের মাঝি ইউসুফ বলেন, সাড়ে ১১টার দিকে খেয়াঘাটে মানুষ পারাপার করছিলাম। এ সময় হঠাৎ দেখি একটি জাহাজ রূপসা রেলসেতুর ৭৩নং পিলারে ধাক্কা দেয়। শব্দ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে নাবিকদের উদ্ধার করে তীরে নিয়ে যাই।
নদীর পাশে অবস্থিত ওহাব জুট মিলের সিনিয়র মিস্ত্রি জাহিদুল ইসলাম জানান, পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর জাহাজটি ডুবতে প্রায় ৪৫ মিনিট সময় নেয়। জাহাজটি থেকে সার গলে আশপাশের পানিতে মিশে যাচ্ছে। নদীর একটি বড় অংশজুড়েই সারের গন্ধ বের হচ্ছে।
খুলনা সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদুর রহমান জানান, খবর পেয়ে নৌ পুলিশ, নৌবাহিনী, জেলা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম ও ফায়ার সার্ভিস নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। ইতোমধ্যে ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধারে কাজ চলছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত