পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি , ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি


মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ সময় শুধু মাওয়া প্রান্তে সাতটি বুথ দিয়ে আদায় হয়েছে এক কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা। আট ঘণ্টায় ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৫৮৬১টি। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে চার হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৩১৩টি। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে। সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানান তিনি।
পদ্মা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা। রোববার (৭ এপ্রিল) রাত ১২টা থেকে সোমবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে এই টোল আদায় হয়।
এর মধ্যে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৭ হাজার ৮৫০টাকা। আর জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৭০০ টাকা। মাওয়া প্রান্ত দিয়ে ২০ হাজার ৮৫১ টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১০ হাজার ৯৪৯টি পরিবহন পদ্মা সেতু হয়ে পারাপার হয়েছে। পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়