আকাশপথ বন্ধ মধ্যপ্রাচ্যজুড়ে


ইত্তেহাদ নিউজ ডেস্ক : পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার ইরানের ড্রোন হামলার খবরে দ্রুত সাড়া দিচ্ছে।জর্ডান, লেবানন ও ইরাক, ড্রোনের উড্ডয়ন পথে অবস্থিত দেশ তিনটি তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।ইরান ও ইসরায়েল সামরিক উড়োজাহাজ ছাড়া সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে।সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলের দিকে ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টিভি বলেছে, ইরানের ছোড়া ড্রোন স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ইসরায়েলে পৌঁছাতে পারে।ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে।ইরানের ড্রোন উৎক্ষেপণের খবরের কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
অপারেশন ট্রু প্রমিজ
ইসরায়েলের দিকে চালানো ইরানের হামলার নাম অপারেশন ট্রু প্রমিজ। ইরানি বাহিনীর দেওয়া এক বিবৃতি থেকে এমনটি জানা গেছে। খবর বিবিসির।বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে, সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার জবাবে এবং ইসরায়েলের অপরাধের পুনরাবৃত্তিতে তেহরান পাল্টা এ হামলা চালাল।তবে বিবৃতি থেকে এটি জানা যায়নি, হামলাটি কী ধরনের।হামলার আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সিরিয়ায় ইসরায়েলের হামলা ইরানের ওপর হামলার সমতুল্য বলেই বর্ণনা করেন।গেল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের কনস্যুলেটে চালানো হামলা, আমাদের দেশে হামলা চালানোর মতোই।ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের শাস্তি পেতে হবে। তারা শাস্তি পাবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়