বরিশালের সাংবাদিক মামুন- অর- রশিদ এর মাতার ইন্তেকাল


বরিশাল অফিস :
বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও বরিশাল বাণীর সম্পাদক ও প্রকাশক মামুন-আর-রশিদ এর মাতা মোসাম্মাৎ রিজিয়া বেগম ( ৭০) ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া গ্রামে নিজ বাড়িতে ১৩ এপ্রিল শনিবার রাত পৌনে ১১ টার দিকে মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ হারুন অর রশিদ একজন ব্যবসায়ী ও সমাজসেবক এবং ছোট ছেলে মামুন-অর-রশিদ বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সম্পাদক,বরিশাল বাণী পত্রিকার সম্পাদক ও দৈনিক দক্ষিণাঞ্চলের বিশেষ প্রতিবেদক।
আজ (রবিবার) সকাল ১১ টায় পূর্ব বাদলপাড়া মাদরাসা মাঠে জানাযা নামাজ আদায় করা হবে।